নয়া দিল্লি: সংসদ ভবনের বাইরে তিন সন্দেহভাজন আটক। তিনজনকে আটক করল সিআইএসএফ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আধার কার্ড। আগামী ৯ জুন শপথ নেবেন প্রধানমন্ত্রী। তার শপথ গ্রহণের দিন কয়েক আগে এবং এনডিএ-র বৈঠকের কয়েক ঘণ্টা আগে এই সন্দেহভাজনদের পাকড়াও-কে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
জানা গিয়েছে, এ দিন সকালে দিল্লিতে সংসদ ভবনের তিন নম্বর গেটের কাছ থেকে আটক করা হয় ৩ সন্দেহভাজনকে। দিল্লি পুলিশ তাঁদের আটক করে সিআইএসএফের হাতে তুলে দেয়। ধৃতদের তল্লাশি চালালে উদ্ধার হয় জাল পাসপোর্ট ও আধার কার্ড। ইতিমধ্যেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। জঙ্গি হামলা বা নাশকতার কোনও ছক ছিল কি না, এদের নেপথ্যে কারা রয়েছে, সে বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে। ধৃতদের আদালতেও পেশ করা হবে।
আজ, শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে বৈঠক রয়েছে এনডিএ-র। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা থেকে শুরু করে নবনির্বাচিত সাংসদ, পুরনো মন্ত্রিসভার সদস্য -সকলেই এই বৈঠকে যোগ দেবেন। উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী ও বিজেপির সমস্ত শীর্ষ নেতৃত্বরা।
সংসদের নিরাপত্তার দায়িত্বে এতদিন নিজস্ব নিরাপত্তা বাহিনী ছিল। লোকসভা নির্বাচন চলাকালীনই মোদী সরকার সংসদের নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়। দায়িত্ব হস্তান্তরের পরই বড় সাফল্য। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ বৈঠকের আগেই আটক তিন সন্দেহভাজন।
প্রসঙ্গত, এর আগে গত বছর সংসদে প্রতিবাদ দেখাতে ঢুকে পড়েছিল কয়েকজন। ফ্লেয়ার গান নিয়ে তাঁরা সংসদের ওয়েলে ঝাঁপিয়ে পড়ে। ওই ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা ও উত্তেজনা ছড়িয়েছিল।