Hyderabad: ঘুমের মধ্যেই চিরঘুমে, পার্কিং লটে শুয়ে থাকা শিশুকে পিষে দিল এসইউভি, দেখুন মর্মান্তিক ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

May 25, 2023 | 9:13 PM

Hyderabad 3-year-old dies after being run over by SUV: অসহ্য গরমে একটি অ্যাপার্টমেন্টের বেসমেন্টে ঘুমোচ্ছিল ৩ বছরের শিশু। সেই বেসমেন্টেই পার্ক করতে এসে ঘুমন্ত অবস্থাতে ওই শিশুকন্যাকে চাপা দিল একটি এসইউভি গাড়ি। মর্মান্তিক ঘটনার পুরোটাই বন্দি হয়েছে ওই অ্যাপার্টমেন্টের বেসমেন্টের সিসিটিভি ক্যামেরায়।

Hyderabad: ঘুমের মধ্যেই চিরঘুমে, পার্কিং লটে শুয়ে থাকা শিশুকে পিষে দিল এসইউভি, দেখুন মর্মান্তিক ভিডিয়ো
সিসিটিভি ক্যামেরায় ধরা পড় মর্মান্তিক ঘটনা

Follow Us

হায়দরাবাদ: দিনমজুরের কাজ করেন মা। অসহ্য গরম, তাই একটি অ্যাপার্টমেন্টের বেসমেন্টে ৩ বছরের মেয়েটিকে ঘুম পারিয়ে রেখে গিয়েছিলেন তিনি। সেই বেসমেন্টেই পার্ক করতে এসে ঘুমন্ত অবস্থাতে ওই শিশুকন্যাকে চাপা দিয়েছে একটি এসইউভি গড়ি। ঘুমের মধ্যেই চিরঘুমে তলিয়ে গিয়েছে শিশুকন্যাটি। আর এই মর্মান্তিক ঘটনার পুরোটাই বন্দি হয়েছে ওই অ্যাপার্টমেন্টের বেসমেন্টের সিসিটিভি ক্যামেরায়। হায়াতনগর থানার পুলিশ ইন্সপেক্টর জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ এই বিষয়ে অভিযোগ পেয়েছিলেন তাঁরা। অভিযোগ করেন শিশুটির মা কবিতা।

কবিতা আদতে কর্নাটকের গুলবার্গার শাবাদ এলাকার বাসিন্দা। ২২ বছরের এই যুবতী জীবিকার সন্ধানে তাঁর সন্তানদের নিয়ে হায়দরাবাদে এসেছিলেন। বুধবার সকাল ৮টা নাগাদ হায়াতনগরের লেকচারার্স কলোনিতে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে এসেছিলেন তিনি। দুপুর আড়াইটে নাগাদ, ৬ বছরের ছেলে বাসাওয়া রাজু এবং ৩ বছরের মেয়ে লক্ষ্মীকে নিয়ে দ্বিপ্রাহরিক আহার সেরেছিলেন তিনি। প্রচণ্ড গরম বলে শিশুকন্যাটি ঘুমোতে পারছিল না। তাই, তাকে পাশের বালাজি আর্কেড অ্যাপার্টমেন্টের বেসমেন্টে ঘুম পারিয়ে দিয়েছিলেন তিনি।


বিকেল ৩টে নাগাদ এসইউভি গাড়িটি নিয়ে বালাজি আর্কেড অ্যাপার্টমেন্টে ফিরে এসেছিলেন ওই বাড়ির বাসিন্দা হরি রাম কৃষ্ণ। ওই জায়গাতেই তিনি সবসময় গাড়ি পার্ক করেন। ওইদিনও তা করতে গিয়ে অসাবধানতাবশত গাড়িটি ৩ বছরের লক্ষ্মীর উপর দিয়ে চলে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিশি জেরার মুখে হরি রাম কৃষ্ণ জানিয়েছেন, মেয়েটির গায়ে একটা চাদর চাপা ছিল। তাই তিনি তাকে দেখতে পাননি। পুলিশ এই বিষয়ে একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, হায়দরাবাদে এমন দুর্ঘটনা কিন্তু এই প্রথম ঘটল না। সম্প্রতি, হায়দ্রাবাদের চিত্রপুরী কলোনিতে, বেসমেন্টের পার্কিং লট থেকে ওঠার সময় একটি এসইউভি দুটি শিশুকে চাপা দিয়েছিল। সেখানে তিনটি শিশু খেলায় মগ্ন ছিল। গাড়িটির চালক বাম দিকে বাঁক নিয়ে তাদের দুজনের উপর দিয়ে গাড়িটি চালিয়ে দিয়েছিলেন। একটি শিশু আগাত সামান্য ছিল। তবে অপরজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

Next Article