AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Earthquake: সাতসকালে ৪.৪ মাত্রার জোরাল ভূমিকম্প, আতঙ্কে ঘর থেকে বেরিয়ে এলেন লোকজন

Earthquake: ৪.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল দিল্লিতে। ভূমিকম্প অনুভূত হয়েছে গাজিয়াবাদ, গুরুগ্রাম, নয়ডাতেও।

Earthquake:  সাতসকালে ৪.৪ মাত্রার জোরাল ভূমিকম্প, আতঙ্কে ঘর থেকে বেরিয়ে এলেন লোকজন
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Jul 10, 2025 | 9:32 AM
Share

নয়া দিল্লি: সাতসকালেই জোরাল ভূমিকম্প। অফিস টাইমে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল দিল্লিতে। ভূমিকম্প অনুভূত হয়েছে হরিয়ানা, উত্তর প্রদেশের গাজিয়াবাদ, গুরুগ্রাম, নয়ডাতেও। আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন।

জানা গিয়েছে, এ দিন সকাল ৯টা ৪ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় দিল্লিতে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪। প্রায় ১৫ সেকেন্ড ধরে জোরাল কম্পন অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল দিল্লির সীমান্ত লাগোয়া হরিয়ানার ঝাজ্জরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূমিকম্প এতটাই জোরাল ছিল যে উৎসস্থল থেকে ৫১ কিলোমিটার দূরে দিল্লিতেও কম্পন অনুভূত হয়।

এমনিতেই লাগাতার বৃষ্টিতে জলমগ্ন দিল্লির বিস্তীর্ণ অংশ। তার মধ্যেই হঠাৎ সকালে ভূমিকম্প হওয়ায় আরও আতঙ্ক ছড়ায়। উচু উচু আবাসনগুলি দুলে ওঠে। থরথর করে লাইট, ফ্য়ান কাঁপতে থাকে। আতঙ্কে বহু মানুষই ঘর থেকে বেরিয়ে আসেন। অফিসেও কর্মীরা টেবিলের নীচে আশ্রয় নেন প্রাণভয়ে।

হঠাৎ কেন ভূমিকম্প হল, তা এখনও জানা যায়নি। তবে দিল্লি ভূমিকম্প প্রবণ এলাকার উপরেই অবস্থিত। সেই কারণে পড়শি কোনও দেশেও জোরাল ভূমিকম্প হলে, দিল্লিতে কম্পন অনুভূত হয়।