Road Accident: ঝড়ের গতিতে ধেয়ে এল গাড়ি, ছটপট করতে করতে শেষ শিশু
Road Accident: কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক জানিয়েছে, দেশের মধ্যে সবচেয়ে বেশি যে রাজ্যগুলিতে দুর্ঘটনা ঘটে, সেই তালিকায় রয়েছে মহারাষ্ট্র। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মহারাষ্ট্রে পথ দুর্ঘটনায় ৬৬ হাজার ৩৭০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মৃতের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রের আগে শুধু রয়েছে উত্তর প্রদেশ ও তামিলনাড়ু।
মুম্বই: মর্মান্তিক। দ্রুত গতিতে ধেয়ে আসা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক চার বছরের শিশুর। গাড়িটি চালাচ্ছিলেন বছর উনিশের এক যুবক। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ওয়াদালা এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃত শিশুর পরিবার ওই এলাকায় রাস্তাতে বাস করে। এদিন রাস্তাতে খেলছিল শিশুটি। তখনই দ্রুতগতিতে আসা গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। মৃত শিশুর নাম আয়ুষ লক্ষ্মণ কিনভাদে।
গত মে মাসে পুণেতে একটি পোর্শেগাড়ির ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছিল। গাড়িটি চালাচ্ছিল এক কিশোর। ওই কিশোর মদ্যপ অবস্থায় ছিল। তবে, এদিনের দুর্ঘটনায় ধৃত গাড়ির চালক ভূষণ গোলে মদ্যপ অবস্থায় ছিলেন না বলে পুলিশ জানিয়েছে। এমনকি, দুর্ঘটনার পর সেখান থেকে পালিয়েও যাননি।
এই খবরটিও পড়ুন
এর আগে গত ৯ ডিসেম্বরে মুম্বইয়ের কুরলাতেই মর্মান্তিক দুর্ঘটনায় সাত জনের প্রাণ গিয়েছে। বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্টের একটি বাস একের পর এক গাড়িতে ধাক্কা মেরেছিল। চালক বাসের নিয়ন্ত্রণ হারানোয় ওই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ৪২ জন আহতও হন।
সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক জানিয়েছে, দেশের মধ্যে সবচেয়ে বেশি যে রাজ্যগুলিতে দুর্ঘটনা ঘটে, সেই তালিকায় রয়েছে মহারাষ্ট্র। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মহারাষ্ট্রে পথ দুর্ঘটনায় ৬৬ হাজার ৩৭০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মৃতের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রের আগে শুধু রয়েছে উত্তর প্রদেশ ও তামিলনাড়ু। উত্তর প্রদেশে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮ হাজার ৮৮২ জনের। এই পাঁচ বছরে তামিলনাড়ুতে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৮৪ হাজার ৩১৬ জন। আর ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে পথ দুর্ঘটনায় ৭ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সংসদে শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি জানান, প্রতি বছর পথ দুর্ঘটনায় দেশে ১ লক্ষ ৭৮ হাজার মানুষের মৃত্যু হয়। তার মধ্যে ৬০ শতাংশ মৃতের বয়স ১৮ থেকে ৩৪ বছর।