Canning News: বঙ্গে এল কাশ্মীরের পুলিশ! উপত্যকার জঙ্গি ধরা পড়ল ক্যানিংয়ে

Canning News: ক্যানিংয়ে আত্মীয়ের বাড়ি থেকে সেই সন্দেহভাজন ব্যক্তিকে তুলে নিয়ে যায় পুলিশ। নাম জাভেদ মুন্সী। বর্তমানে কাশ্মীরের স্বল্প খ্যাত জঙ্গি সংগঠন তেহরেক-ই-মুজাহিদিনের সঙ্গে যুক্ত সে।

Canning News: বঙ্গে এল কাশ্মীরের পুলিশ! উপত্যকার জঙ্গি ধরা পড়ল ক্যানিংয়ে
প্রতীকী ছবি Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2024 | 4:38 PM

কলকাতা: ক্যানিং থেকে গ্রেফতার সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি। জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে এই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। কাশ্মীর ও কলকাতা পুলিশের যৌথ উদ্দ্যোগে চলে সেই অভিযান।

এদিন ক্যানিংয়ে আত্মীয়ের বাড়ি থেকে সেই সন্দেহভাজন ব্যক্তিকে তুলে নিয়ে যায় পুলিশ। নাম জাভেদ মুন্সী। বর্তমানে কাশ্মীরের পাক মদতপুষ্ট স্বল্প খ্যাত জঙ্গি সংগঠন তেহরেক-ই-মুজাহিদিনের সঙ্গে যুক্ত সে। এমনকী, জম্মু কাশ্মীর পুলিশের ওয়ান্টেড তালিকাতেও নাম রয়েছে তার। উপত্যাকা থেকেই জঙ্গি কার্যকলাপ চলত ধৃত জাভেদের, এমনটাই অনুমান পুলিশের।

গোপন সূত্রে শ্রীনগরের বাসিন্দা জাভেদের বাংলায় আসার খবর পেয়েছিল কাশ্মীর পুলিশ। তবে পুরোটাই ছিল অনুমান। যা বাস্তবে পরিণত হয় জাভেদের ট্রেস লোকেশনের হদিশ পেতেই। কাশ্মীর থেকে সরাসরি বাংলার ক্যানিংয়ে স্যাটালাইট লোকেশন দ্বারা জাভেদের হদিশ পায় কাশ্মীর পুলিশ। তারপরেই যোগাযোগ করা হয় কলকাতা পুলিশের সঙ্গে। আর সেই সূত্র ধরেই জাভেদ খুঁজতে শুরু হয় যৌথ অভিযান। তবে কী উদ্দেশ্যেই বা বাংলায় এসেছিলেন জাভেদ সেই প্রসঙ্গে এখনও অনেকটাই ধন্দ রয়েছে। পাশাপাশি, জাভেদের এই আত্মীয়রাই বা কারা? সেই নিয়ে তদন্তে পুলিশ।

এই খবরটিও পড়ুন

গোয়েন্দা সূত্রে খবর, যথারীতি বাংলায় বেড়েছে জঙ্গিদের আনাগোনা। মুর্শিদাবাদ, হরিহরপাড়া, আলিপুরদুয়ারের ফালাকাটাতেও বেড়েছে জঙ্গি কার্যকলাপ। ভৌগলিক পরিসর দেখে বাংলার সীমানা ও প্রত্যন্ত গ্রামগুলিকেই ঘাঁটি বানাচ্ছে একাধিক জঙ্গি। মূলত, বিপদে পড়লে যাতে পালিয়ে প্রাণ বাঁচানো সম্ভব হয় সেই কারণেই হাতিয়ার প্রত্যন্ত গ্রামগুলি।

সম্প্রতি কেরল থেকে ধরা পড়েছে বাংলাদেশি জঙ্গি সংগঠন ‘আনসসারুল্লা বাংলা টিমের’ জঙ্গি মহম্মদ শাদ রাডি ওরফে শাব শেখ। তবে পুলিশের সন্দেহ বাংলা হয়েই হয়তো ভারতে নেটওয়ার্ক বিস্তারে এসেছিল এই বাংলাদেশি জঙ্গি। কারণ,তার আধার কার্ডে মিলেছিল বাংলার ঠিকানা। অর্থাৎ এ রাজ্যে থেকেই ভুয়ো পরিচয়পত্র তৈরি করে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল শাদ রাডি।

এমনকি, মুর্শিবাদের বিধানসভা কেন্দ্র কান্দি ও হরিহপরপাড়ার ভোটার তালিকায় নাম রয়েছে শাদের। সম্প্রতি, হরিহরপাড়া এলাকা থেকেই শাদ ঘনিষ্ঠ মিনারুল শেখ ও মহম্মদ আব্বাস আলিক গ্রেফতার করেছে অসম পুলিশ। পাসপোর্ট চক্রে এসটিএফের হাতে ধরা পড়ে এই দুই।