আহমেদাবাদ: আর কত নীচে নামবে মানুষ? এবার ৯২ বছরের বৃদ্ধের লালসার শিকার ৪ বছরের শিশুকন্যা। নির্যাতনের শিকার হয়ে শিশুটি তাঁর মায়ের কাছে জানাতেই সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ জানানো হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বৃদ্ধকে। ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটে।
নিগৃহীত শিশুটির মা জানান, অভিযুক্ত তাঁর প্রতিবেশী। ওই বাড়িতে শিশুটি প্রায়সময়ই খেলতে যেত। বৃহস্পতিবার তিনি বাড়ির দালানে বসেছিলেন। পাশের বাড়িতে খেলছিল শিশুটি। হঠাৎ কাঁদতে কাঁদতে এসে শিশুটি জানায়, পড়শি বৃদ্ধ তাঁকে ‘খারাপভাবে স্পর্শ’ করেছে। কোথায় জানতে চাইলে, শিশুটি গোপনাঙ্গে ইঙ্গিত করে।
এরপরই তাঁর মা বাড়ির সামনে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। তাতে গোটা ঘটনাটি ধরা পড়ে। এরপরই পুলিশে অভিযোগ জানানো হয়। পুলিশের হাতে ওই সিসিটিভি ফুটেজও তুলে দেওয়া হয়। নিগৃহীত শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, আদালতে অভিযুক্তকে পেশ করা হয়েছে। জমা দেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজও। দিন কয়েকের মধ্যেই চার্জশিট দাখিল করা হবে। শিশুর বয়ানও রেকর্ড করা হয়েছে।