মুম্বই: দীপাবলিতে বাড়ি ফেরার ধুম। আর তাতেই ঘটল বিপত্তি। ট্রেন ধরার হুড়োহুড়িতে স্টেশনেই পদপিষ্ট বহু মানুষ। আজ ভোর ৬টা নাগাদ মুম্বইয়ের বান্দ্রা টার্মিনাস স্টেশনে এই ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে আহত হয়েছেন কমপক্ষে ৯ জন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রবিবার ভোর ৫টা ৫৬-এ বান্দ্রা টার্মিনাস স্টেশন থেকে ছাড়ছিল বান্দ্রা-গোরক্ষপুর এক্সপ্রেস। উত্তর প্রদেশগামী এই ট্রেনে প্রচুর পরিযায়ী শ্রমিকদের ভিড় হয়। সামনেই দীপাবলি থাকায় এই ট্রেনে আরও ভিড় ছিল আজ।
ট্রেনে উঠতে গিয়ে দৌড়াদৌড়ি, হুড়োহুড়িতেই পড়ে যান কয়েকজন। ১ নম্বর প্ল্যাটফর্ম জুড়ে থিকথিকে ভিড় থাকায়, পড়ে যাওয়া যাত্রীদেরই মাড়িয়ে দেন বাকিরা। পরে পুলিশ ও আরপিএফ গিয়ে আহতদের উদ্ধার করে। কাছের ভাবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Meanwhile in India #Mumbai : A #stampede on platform number 1 at #Bandra Terminus has left nine people injured.
The injured passengers have been taken to the hospital, according to BMC.#MumbaiLocal #MumbaiCrowd #BandraStation #BandraStampede #Diwali #MumbaiLocalT pic.twitter.com/4HoRG2auoA
— know the Unknown (@imurpartha) October 27, 2024
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ৯ জনের মধ্য়ে ৭ জনের অবস্থা স্থিতিশীল হলেও, ২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা সঙ্কটজনক।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, থিকথিকে ভিড় ছিল প্ল্যাটফর্মে। স্টেশনে ট্রেন ঢুকতেই ওঠার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এরপরই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। আরপিএফ-কে আহত যাত্রীদের কাঁধে নিয়ে বের হতেও দেখা যায়। অনেক যাত্রীকে আবার রক্তাক্ত অবস্থায় স্টেশনের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। বৃহম্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, দীপাবলিতে বাড়ি ফেরার ভিড়ের কারণেই এই ঘটনা ঘটেছে।