থানে: “গ্রামে চোর ঢুকেছে, বাচ্চাদের অপহরণ করে কিডনি চুরি করে পালাচ্ছে”, এই গুজবেই চলতি বছরের এপ্রিল মাসে মহারাষ্ট্রের পালঘরে গ্রামবাসীদের গণপিটুনী (Mob Lynching)-তে প্রাণ হারান দুই সাধু ও তাঁদের গাড়ির চালক। আজ সেই মামলার শুনানিতে থানে আদালত অভিযুক্ত ৪৭জনকে জামিন দিল। অভিযুক্তদের প্রত্যেককে ১৫ হাজার টাকার বদলে জামিন দেওয়ার নির্দেশ দেন জেলা বিচারক পি পি যাদব।
গণপিটুনীতে তিনজনের মৃত্যুর ঘটনায় প্রায় ২০০ জনকে গ্রেফতার করেছিল পুলিস। গণপিটুনীতে সামিল থাকার অভিযোগ প্রমাণ না করতে পারায় গতমাসেই ৫৮জনকে জামিন দেওয়া দেওয়া হয়। আজ আরও ৪৭ জনকে জামিন দেওয়া হল।
অভিযুক্তদের সপক্ষে হাজির আইনজীবী অম্রুত অধিকারী ও অতুল পাটিল আদালতে জানান, তাঁদের মক্কেলরা ওই নৃশংস ঘটনার সঙ্গে কোনওভাবেই যুক্ত ছিলেন না এবং পুলিস কেবল সন্দেহের বশেই তাঁদের গ্রেফতার করেছিল।
আরও পড়ুন: ‘দুমুখো’ বিরোধীরা, কৃষি বিক্ষোভ নিয়ে তোপ রবির, নিশানায় কৃষকরাও
চলতি বছরের ১৬ এপ্রিল চিকনে মহারাজ কল্পভ্রুক্সগিরি (৭০), সুশীলগিরি মহারাজ (৩৫) ও তাঁদের গাড়ির চালক নীলেশ তেলগড়ে (৩০)গুজরাটে একটি শ্রদ্ধানুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। মুম্বই (Mumbai) থেকে ১৪০ কিমি দূরে অবস্থিত পালঘর (Palghar) জেলার গাঢ়চিনচালে (Gadchinchale) গ্রাম পেরোনোর সময়ই গ্রামবাসীরা ‘বাচ্চা-চোর’ সন্দেহে তাঁদের আটক করে এবং প্রচন্ড মারধোর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পুলিস পৌঁছালে তাঁদের লাঠি কেড়েও দুই সাধু ও চালককে গণপিটুনী দেয় গ্রামবাসীরা। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এই ঘটনার পরই প্রবল সমালোচনার মুখে পড়ে মহারাষ্ট্র সরকার। পরে সিআইডি ঘটনার তদন্তভার নিজেদের হাতে তুলে নেয়।
আরও পড়ুন: করোনা আবহে রহস্যজনক রোগ ছাড়াচ্ছে দেশে, আক্রান্ত প্রায় ৪০০, মিলেছে মৃত্যুর খবর