নয়া দিল্লি: নতুন বছরের প্রথম দিনেই ফের একবার অমানবিকতা ও নৃশংসতার চিত্র দেখিয়েছে রাজধানী। ১ জানুয়ারির রাতে দিল্লির সুলতানপুরী এলাকায় বছর ২০-র এক যুবতীর স্কুটিতে ধাক্কা মারে একটি গাড়ি। তবে দুর্ঘটনার পরেও গাড়ি থামেনি, বরং গাড়ির চাকায় ছড়িয়ে থাকা অবস্থাতেই ১২ কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয় যুবতীকে। দিল্লির এই নৃশংস ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। ইতিমধ্যেই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার জানা গেল, দুর্ঘটনার দিন ঘাতক গাড়িতে যে পাঁচ যুবক ছিলেন, তারা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। নববর্ষের উদযাপনের জন্য লং ড্রাইভে যাচ্ছিলেন তাঁরা। যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটে। এটি জানা সত্ত্বেও যে গাড়ির চাকায় পেঁচিয়ে রয়েছে যুবতীর দেহ, তারপরও পুলিশের হাত থেকে বাঁচতেই তাঁরা গাড়ি নিয়ে পালায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নববর্ষের রাতে পার্টি করতে লং ড্রাইভে যাওয়ার পরিকল্পনা ছিল ওই পাঁচ যুবকের। দিল্লি সীমান্তের ঠিক পাশেই হরিয়ানার মুর্থালে যান তাঁরা ধাবায় খাওয়া-দাওয়া করতে। গাড়িতেই তাঁরা কমপক্ষে আড়াই বোতল মদ পান করেন, তারপরে মুর্থালে যান। কিন্তু সেখানে জায়গা না পাওয়ায় তারা ফিরে আসেন। ফেরার পথে তাঁরা দিল্লির কাছে একটি রাস্তার ধারের দোকান থেকে খাওয়া-দাওয়া করেন। রাত দুটো নাগাদ যখন সুলতানপুরীতে গাড়ি নিয়ে ঘোরাফেরা করছিলেন এবং মদ্যপান করছিলেন, সেই সময়ই তাঁরা অঞ্জলি সিং নামক ওই যুবতীর স্কুটিতে ধাক্কা মারেন। স্কুটিতে তাঁর বন্ধু নিধিও ছিলেন।
জানা গিয়েছে, অঞ্জলি ও নিধি সদ্য হস্টেল থেকে বেরিয়েছিলেন একটি পার্টিতে যাওয়ার জন্য। ওই পাঁচ যুবক বুঝতে পারেন যে স্কুটিতে ধাক্কা মেরেছেন তাঁরা। তবে পুলিশের কাছে তাঁরা জানিয়েছেন, অঞ্জলি সিংয়ের পা যে গাড়ির সামনের চাকায় জড়িয়ে রয়েছে, তা তাঁরা বুঝতে পারেননি। ওই অবস্থাতেই ১২ কিলোমিটার টেনে নিয়ে যান তাঁরা। গাড়িটি ইউ টার্ন নেওয়ার সময় একজন দেখতে পান গাড়ির নীচ থেকে হাত বেরিয়ে আছে। এরপরই তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং ওই জায়গাতেই অঞ্জলির দেহ ফেলে পালিয়ে যান।