Liquor Smuggling: বিহারেই যেন সম্ভব! ‘ড্রাই স্টেটে’ তেলের ট্যাঙ্ক থেকে বেরল ১ কোটি টাকার বিলিতি মদ
Liquor Smuggling: ছট উপলক্ষেই রাজ্যে এই বিপুল পরিমাণ মদ চোরাচালান করা হচ্ছিল। তবে আগেই আভাস পেয়ে যায় পুলিশ। সেই খবরের ভিত্তিতেই অহিয়াপুর থানা এলাকার বাখরি চকের কাছে তল্লাশি চলছিল।
পটনা: এমন কাণ্ড বিহারেই হয়তো বিহারেই সম্ভব! বুদ্ধি দেখে স্তম্ভিত পুলিশ। ড্রাই স্টেট বিহার। মদ নিষিদ্ধ সেখানে। কিন্তু কখনও চোখের সামনে, আবার কখনও চোখের আড়ালে দেদার বিক্রি হয় মদ। বিষমদ পান করে মৃত্যুর ঘটনাও লেগে রয়েছে। রাজ্যে মদের কারবার রুখতে তৎপর পুলিশ। সেই জন্যই চলছিল নাকা চেকিং। তেলের ট্যাঙ্কে তল্লাশি চালাতেই মাথায় হাত পুলিশের। দেখা গেল, ট্যাঙ্কের ভিতরে তেল নয়, রয়েছে রঙিন জল। তাও আবার ৫ হাজার লিটার!
বিহারের মুজাফ্ফরপুরে একটি তেলের ট্যাঙ্কারের ভিতর থেকে উদ্ধার হল ৫ হাজার লিটার মদ, যার বাজারমূল্য ১ কোটি টাকার কাছাকাছি। ছট উপলক্ষেই রাজ্যে এই বিপুল পরিমাণ মদ চোরাচালান করা হচ্ছিল। তবে আগেই আভাস পেয়ে যায় পুলিশ। সেই খবরের ভিত্তিতেই অহিয়াপুর থানা এলাকার বাখরি চকের কাছে তল্লাশি চলছিল।
নাগাল্যান্ডের নম্বরের একটি ট্যাঙ্কার আটক করে পুলিশ। সেই ট্যাঙ্কারে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে পুলিশের। দেখা যায়, তেলের পরিবর্তে, ট্যাঙ্কারের গোপন বেসমেন্টে মদের কার্টুন লুকিয়ে রাখা হয়েছে। বাজেয়াপ্ত মদের মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে তিন ব্যবসায়ীকেও আটক করেছে পুলিশ। তিনজনই পঞ্জাব ও হরিয়ানার বাসিন্দা।
জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা মদ হিমাচল প্রদেশে তৈরি। ট্যাঙ্কারের ভিতরে মদের কার্টুন ভরার জন্য আলাদা করে চেম্বারও তৈরি করা হয়েছিল।