নয়া দিল্লি: বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) আবর্জনা পড়ে থাকার কয়েকটি ছবি গতকাল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরই বিষয়টি নজরে গিয়েছে রেল মন্ত্রকের। নড়চড়ে বসেছে মন্ত্রক। বিষয়টি নজরে আসার ২৪ ঘণ্টার মধ্যে শনিবারই আবর্জনা উৎপাদন ও সংগ্রহের ব্যবস্থায় পরিবর্তনের নির্দেশ দিলেন রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণ (Ashwini Vaishnaw)। বিমানে যেভাবে পরিষ্কার করা হয়। সেই একই প্রোটোকল মেনে যাতে এই ট্রেনেও সাফাই করা হয় তার উপর জোর দিয়েছেন তিনি।
তিনি বলেছেন, একজন রেল আধিকারিক আবর্জনা সংগ্রহের জন্য একটি ব্যাগ নিয়ে ট্রেনের কোচে, কোচে ঘুরবেন। এবং যাত্রীদের আবর্জনা সেই ব্যাগে ফেলতে হবে। ট্রেনের মেঝেতে কোনও আবর্জনা পড়ে থাকতে দেখলে সেটাও তুলে নিতে হবে সেই ব্যাগে। বন্দে ভারত ট্রেনে এই পরিষ্কার ব্যবস্থার একটি ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডেল থেকে পোস্টও করেছেন রেলমন্ত্রী।
Cleaning system changed for #VandeBharat trains.
आपका सहयोग अपेक्षित है। https://t.co/oaLVzIbZCS pic.twitter.com/mRz5s9sslU— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) January 28, 2023
প্রসঙ্গত, সম্প্রতিই বন্দে ভারত এক্সপ্রেসের একটি ছবি সোশ্য়াল মিডিয়ার দেওয়ালে ছড়িয়ে পড়েছে। আইএএস অফিসার অবনীশ সরণ শনিবার সকালে ওই ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, গন্থব্যস্থলে পৌঁছনোর পর ফাঁকা ট্রেনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে খালি প্লাস্টিকের জলের বোতল, প্লাস্টিক, খাবার প্যাকেট, কাগজ, বাক্স। আর ঝাড়ু হাতে দাঁড়িয়ে রয়েছেন রেলের এক সাফাই কর্মী। সেই টুইটের ক্যাপশনে আইএএস অফিসার লিখেছিলেন, “আমরা মানুষরা।” মুহূর্তের মধ্যেই সেই টুইটের অনেকগুলি শেয়ার হয়ে যায়। অনেকে পরিচ্ছন্নতার অভাবের জন্য ভারতীয়দের কটাক্ষ করেন। অনেকেই আবার সেখানে লেখেন, “আমরা যে বেশি বেশি সুবিধার দাবি করি, তার যোগ্য নই।” এই টুইট থেকেই একাধিক নাগরিক রেলমন্ত্রীকে এই বিষয়ে শীঘ্র পদক্ষেপ করার আবেদন জানিয়েছিলেন। আর গতকাল সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়ার পরই ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ রেলমন্ত্রীর।