নয়া দিল্লি: পাকিস্তানি নৌসেনা ৩৫ জন ভারতীয় মৎস্যজীবীকে গুজরাটের পোরবন্দরের সমুদ্রসীমা থেকে অপহরণ করেছে। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত জানা গিয়েছে। এর আগে শুক্রবার রাতেও ৪০ জন মৎস্যজীবীকে অপহৃত হওয়ার কথা প্রকাশ্যে এসেছিল। জানা গিয়েছে, রীতিমতো কপালে বন্দুক ঠেকিয়ে ওই মৎস্যজীবীদের অপহরণ করা হয়েছে।
বিভন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সে দিন গুজরাটের আন্তর্জাতিক সামদ্রিক সীমান্তের কাছে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা। তখন একটি স্টিমারে সেখানে আসে পাকিস্তানের নৌসেনা। এরপর নাবিকদের বন্দুক দেখিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় বলে খবর। এই নিয়ে একমাসে পঞ্চমবার অপহরণের ঘটনা ঘটল। এই পাঁচ বারে মোট অপহৃত হয়েছেন ১৪৫ জন মৎস্যজীবী। যার মধ্যে পোরবন্দর, ওখা ও ভেরওয়ালের ১৫টি নৌকা রয়েছে।
এ বিষয়ে উদ্বিগ্ন পোরবন্দর নৌকা সমিতির প্রধান জানিয়েছেন, আরব সাগরে সামুদ্রিক সুরক্ষা দিনদিন দুর্বল হয়ে যাচ্ছে। যার ফলে কোনও মৎস্যজীবী রুটিরুজির জন্যও সমুদ্রে গেলে তাঁকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। লাগাতার এই অপহরণের জেরে গুজরাটের মৎস্যজীবীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তাঁদের দাবি, ভারত সরকার যেন পাকিস্তানকে চাপ দিয়ে সমুদ্র সুরক্ষায় পদক্ষেপ করে ও অপহৃতদের বাড়ি ফেরায়।
আরও পড়ুন: জন্ম শতবর্ষে গান্ধী শান্তি পুরস্কারে সম্মানিত ‘ভারতীয়দের নায়ক’ শেখ মুজিবুর