তিরঙ্গা, অশোক চক্রযুক্ত কেক কাটা আইন ভঙ্গ নয়, পর্যবেক্ষণ মাদ্রাজ কোর্টের

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 22, 2021 | 8:56 PM

২০১৩ সালের ক্রিসমাসে মাদ্রাজের একটি অনুষ্ঠানে ছয় ফুটের একটি কেক কাটা হয়েছিল। সেই কেকের উপর তিরঙ্গা আঁকা ছিল। এই ঘটনায় জাতীয় সম্মান আইন অবমাননা প্রতিরোধের অধীনে দুই নম্বর ধারায় জাতীয় পতাকাকে অপমান করার অভিযোগ আনেন সেন্থিলকুমার।

তিরঙ্গা, অশোক চক্রযুক্ত কেক কাটা আইন ভঙ্গ নয়, পর্যবেক্ষণ মাদ্রাজ কোর্টের
ফাইল চিত্র।

Follow Us

চেন্নাই: তিরঙ্গা ও অশোক চক্র যুক্ত কেক কাটা দেশবিরোধীতা নয় বা অপমানও নয়, সোমবার এমনটাই জানাল মাদ্রাজ হাইকোর্ট। ক্রিসমাসের অনুষ্ঠানে জাতীয় পতাকা যুক্ত কেক কাটায় তা জাতীয় পতাকার অপমান বলেই দাবি করে আদালতে মামলা করেছিলেন ডি সেন্থিলকুমার। সেই মামলার শুনানিতেই এই রায় ঘোষণা করল মাদ্রাজ হাইকোর্ট।

২০১৩ সালের ক্রিসমাসে মাদ্রাজের একটি অনুষ্ঠানে ছয় ফুটের একটি কেক কাটা হয়েছিল। সেই কেকের উপর তিরঙ্গা আঁকা ছিল। এই ঘটনায় জাতীয় সম্মান আইন অবমাননা প্রতিরোধের (Prevention of Insults to National Honour Act, 1971) অধীনে দুই নম্বর ধারায় জাতীয় পতাকাকে অপমান করার অভিযোগ আনেন সেন্থিলকুমার। তিনি অভিযোগপত্রে জানান, সেইদিনের অনুষ্ঠানে ডেপুটি পুলিশ কমিশনার, বহু ধর্মীয় নেতা ও এনজিওর সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরাও এই অবমাননার বিরোধিতা করেননি।

আরও পড়ুন: ৫০ লাখ চাকরি, প্রতি জেলায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল, প্রতিশ্রুতিতে ভরপুর বিজেপির ইস্তাহার

এদিন শুনানিতে বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ বলেন, “ভারতের মতো গণতান্ত্রিক দেশে জাতীয়তাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু অতিরিক্ত সংবেদনশীলতা মেনে চলাও আমাদের জাতির সমৃদ্ধির পরিপন্থী। একজন দেশপ্রেমিক তিনি নন যে কেবল পতাকা উত্তোলন করেন, বরং একই সঙ্গে যে সুশাসনের জন্য লড়াই করে, সেই আদর্শ দেশপ্রেমিক। কেক কাটা দেশ বিরোধিতা নয়।”

বিচারপতি আরও জানান, ২০১৩ সালের অনুষ্ঠানে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁরা কোনওভাবেই দেশকে অপমান করার চেষ্টা করেননি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সপক্ষে বিচারপতি বলেন, “মহান দেশের অংশ হিসাবে তাঁরা গর্ববোধ করবেন নাকি সামান্য একটি কেক কাটার জন্য দেশের সম্মানহানি হবে? যদি কেক কাটাকে অপমান করা হয়, তবে ভবিষ্যতে বহু মানুষ জাতীয় পতাকা ধরতেও ভয় পাবেন। জাতীয় পতাকাকে দেশের গর্বের প্রতীক হিসাবেই তুলে ধরা হয়।”

আরও পড়ুন: লকডাউনের বর্ষপূর্তির আগেই সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড, একদিনেই মৃত্যু ২১২ জনের

Next Article