Tamil Nadu Assembly Election 2021: ৫০ লাখ চাকরি, প্রতি জেলায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল, প্রতিশ্রুতিতে ভরপুর বিজেপির ইস্তাহার

যদি তামিলনাড়ুতে বিজেপি (BJP) ক্ষমতায় আসে, তবে ২০২২ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামোয় উন্নয়নে পশ্চিমবঙ্গের মতোই তামিলনাড়ুতেও প্রতিটি জেলায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হবে জানায় কেন্দ্রের শাসক দল।

Tamil Nadu Assembly Election 2021: ৫০ লাখ চাকরি, প্রতি জেলায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল, প্রতিশ্রুতিতে ভরপুর বিজেপির ইস্তাহার
ইস্তাহার প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরি, ভিকে সিং। ছবি:PTI
Follow Us:
| Updated on: Mar 22, 2021 | 8:11 PM

চেন্নাই: ক্ষমতায় এলে রাজ্যে ৫০ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, একইসঙ্গে সোমবার ইস্তাহার প্রকাশ করে এমনটাই জানাল বিজেপি(BJP)। কেন্দ্রীয়মন্ত্রী নীতীন গডকরি(Nitin Gadkari) ও ভিকে সিং (VK Singh) আসন্ন তামিলনাড়ু নির্বাচনের জন্য দলীয় ইস্তাহার(Manifesto) প্রকাশ করেন।

কর্মসংস্থান ছাড়াও কৃষিক্ষেত্রে বিশেষ জোর ও আলাদা কৃষি বাজেট পেশ করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বিজেপির ইস্তাহারে। মৎসজীবীদের প্রতিবছর ছয় হাজার টাকা ও ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি।

বিজেপির তরফে জানানো হয়, যদি তামিলনাড়ুতে বিজেপি ক্ষমতায় আসে, তবে ২০২২ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। রাজ্যে জলস্তর সংরক্ষণে নদীর পাড় থেকে বেআইনী বালি খাদানের কাজও বন্ধ করে দেওয়া হবে বলে দাবি করা হয়েছে ইস্তাহারে।

আরও পড়ুন: লকডাউনের বর্ষপূর্তির আগেই সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড, একদিনেই মৃত্যু ২১২ জনের

স্বাস্থ্য পরিকাঠামোয় উন্নয়নে পশ্চিমবঙ্গের মতোই তামিলনাড়ুতেও প্রতিটি জেলায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হবে জানায় কেন্দ্রের শাসক দল। হিন্দু মন্দিরগুলির পরিচালনার জন্য আলাদা একটি বোর্ড তৈরি করা হবে বলেও জানানো হয়। এই বোর্ডের দায়িত্ব সামলাবেন হিন্দু পুরোহিত ও শিক্ষাবিদরা। এছাড়াও ১৮ থেকে ২৩ বছর বয়সী মহিলাদের বিনামূল্যে দু চাকার যানবাহনের লাইসেন্স দেওয়া হবে বলেও জানিয়েছে বিজেপি।

চেন্নাইয়ের উন্নয়নের উপর বিশেষ জোর দিতে বিজেপি দাবি করে, আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হলে গোটা চেন্নাই পুরসভাকে তিনভাগে বিভক্ত করে দেওয়া হবে। এতে উন্নয়ন কাজে গতি আসবে বলেই জানায় বিজেপি। একইসঙ্গে ১২ লাখ একর পঞ্চমী জমি উদ্ধার করে তামিলনাড়ুর উপজাতি/জনজাতিদের হাতে তুলে দেওয়া হবে। বাণিজ্য ক্ষেত্রেও আগামী কয়েক বছরের মধ্যেই দক্ষিণ ভারতের শীর্ষস্থানে তামিলনাড়ুকে তুলে আনা হবে বলে দাবি করে বিজেপি।

আগামী ৬ এপ্রিল তামিলনাড়ুতে ২৩৪টি আসনে বিধানসভা নির্বাচন হতে চলেছে। শাসকদল এআইএডিএমকে(AIADMK)-র সঙ্গে জোট বেঁধে বিজেপি মোট ২০টি আসনে লড়বে।

আরও পড়ুন: ‘পুরুষদের থেকে বেশি শক্তিশালী মহিলারা, কিন্তু সহজেই বোকা বনে যান’, বেফাঁস মন্তব্য রাহুলের