7th Pay Commission: সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! বেতন ছাড়াও মিলবে ৩০ হাজার টাকা, কারা পাবেন?

7th Pay Commission: একধাক্কায় সরকারি কর্মীদের ইনসেনটিভের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র।

7th Pay Commission: সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! বেতন ছাড়াও মিলবে ৩০ হাজার টাকা, কারা পাবেন?
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 07, 2022 | 9:15 AM

নয়া দিল্লি: সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর। বেতনের সঙ্গে আরও বেশ কিছু টাকা পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশ। একধাক্কায় সরকারি কর্মীদের ইনসেনটিভ বাড়িয়ে দিয়েছে মোদী সরকার। প্রায় ৫ গুন বাড়িয়ে দেওয়া হয়েছে ইনসেনটিভ। তবে সবার জন্য এই ইনসেনটিভ বৃদ্ধি করা হচ্ছে না। যাঁরা চাকরি করাকালীন ডিগ্রি বাড়িয়েছেন, তাঁদের জন্যই এই অতিরিক্ত টাকা দেবে সরকার।

যে সব কর্মী পিএইচডির মতো উচ্চতর ডিগ্রি লাভ করেছেন, তাঁদের ক্ষেত্রে ইনসেনটিভ বাড়িয়ে ১০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা করা হয়েছে। কেন্দ্রের তরফে ২০ বছরের পুরনো আইন কার্যকর করা হয়েছে, যার আওতায় একজন কর্মীকে তাঁর উচ্চতর ডিগ্রির জন্য অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে।

কী সেই পুরনো নিয়ম?

পুরনো নিয়মে বলা আছে, একজন কর্মীর উচ্চতর ডিগ্রি থাকলে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। ২০১৯ থেকে সেই টাকার পরিমান বাড়িয়ে দেওয়া হয়েছে। ২ হাজারের জায়গায় ন্যুনতম ১০ হাজার টাকা দেওয়ার নিয়ম চালু হয়েছে। কেন্দ্রের নিয়ম অনুযায়ী, তিন বছর বা তার থেকে কম কোনও ডিগ্রি থাকলে দেওয়া হয় ১০ হাজার টাকা আর তিন বছর বা তার থেকে বেশি কোনও ডিগ্রি থাকলে দেওয়া হয় ১৫ হাজার টাকা।

অতিরিক্ত ৩০ হাজার টাকা পাবেন কারা?

যাদের এক বছর বা তার কম কোনও স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমা করা রয়েছে, তাঁদের দেওয়া হবে অতিরিক্ত ২০ হাজার টাকা, আর এক বছরের বেশি কোনও স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকলে দেওয়া হয় ২৫ হাজার টাকা। কোনও কর্মী যদি পিএইচডি বা তার সমতূল্য কোনও ডিগ্রি গ্রহণ করে থাকেন, তাহলে তাঁকে অতিরিক্ত ৩০ হাজার টাকা দেওয়া হবে।

তবে এই নিয়মের ক্ষেত্রে রয়েছে একটা শর্ত। যে কোনও বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকলেই এই টাকা পাওয়া যায় না। যিনি যে পদে কাজ করেন, সেই পদ সম্পর্কিত কোনও বিষয়ে পড়াশোনা করলে বা আগামিদিনে ওই পদে কাজে লাগবে, এমন বিষয় নিয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা করলে এই ইনসেনটিভ দেওয়া হয়।