চেন্নাই: তীর্থযাত্রা করে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ৮ জনের। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দুজন। যার মধ্যে এক বালকও রয়েছে। শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থেনি জেলার ইরাচালপালামের কুমুলি মাউন্টেন রোডে। প্রায় ৪০ ফুট খাদে পড়ে যায় তীর্থযাত্রীবোঝাই গাড়িটি।
পুলিশ জানায়, আহত ও নিহত সকলেই তামিলনাড়ুর আন্দিপাট্টির কাছে সানমুগাসুন্দরমপুরম গ্রামের বাসিন্দা। শবরীমালা মন্দির দর্শন করে গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। থেনি জেলার কালেক্টর কে.ভি মুরলীধরণ বলেন, “কুমুলি মাউন্টেন পাস দিয়ে যাওয়ার সময় প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে যায় তীর্থযাত্রীবোঝাই গাড়িটি। ৮ জনের মৃত্যু হয়েছে। আহত ২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৯ বছরের এক বালক রয়েছে।”
স্থানীয় পুলিশ আধিকারিক জানান, শবরীমালা থেকে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে চালক সহ মোট ১০ জন ছিলেন। যার মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল হতাহতদের উদ্ধার করে। তারপর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ২ জনের। এক নাবালক সহ ২ জন স্থানীয় হাসপাতালে ভর্তি। ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়েই গাড়িটি ব্রিজ থেকে ৪০ ফুট খাদে পড়ে যায় বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, দক্ষিণ ভারতের প্রসিদ্ধ মন্দিরগুলির মধ্যে অন্যতম হল, কেরলের শবরীমালা মন্দির। এই মন্দিরে প্রবেশাধিকার নিয়ে বিতর্কের অন্ত নেই। বছর কয়েক আগেও ঋতুস্রাবা মহিলাদের শবরীমালা মন্দিরের ভিতর প্রবেশের অধিকার ছিল না। পুরুষ ছাড়া কেবল নাবালিকা এবং বয়স্ক মহিলারা মন্দিরে প্রবেশ করতে পারতেন। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে সেই বিধি-নিষেধ উঠেছে। প্রতি বছর লক্ষ-লক্ষ মানুষ মানুষ শবরীমালা মন্দির দর্শনে যান।