Corona Outbreak: বড় স্বস্তি! একদিনে সংক্রমণ কমে ৮ হাজারে নামল, কমেছে মৃত্যুও

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 16, 2021 | 12:46 PM

India corona cases: গত ২৪ ঘণ্টায় ভারতে (India) নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৬৫ জন।

Corona Outbreak: বড় স্বস্তি! একদিনে সংক্রমণ কমে ৮ হাজারে নামল, কমেছে মৃত্যুও
দেশে কমল সংক্রমণ (প্রতীকী ছবি)

Follow Us

নয়া দিল্লি: বিগত কয়েকদিন বলা চলে কয়েকমাস ধরে সংক্রমণ ১৫ হাজারের নীচেই রয়েছে। কখনও বেড়ে বারো হাজার হলেও দশ-এগারো হাজারের আশেপাশে ঘোরাঘুরি করছে সংক্রমণের গ্রাফ। তবে একদিনের মৃত্যু কিন্তু অনেকটাই আতঙ্কে ফেলেছিল। সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও মৃত্যুকে নিয়ন্ত্রণে আনতে যথেষ্ঠ বেগ পেতে হচ্ছে বিশেষজ্ঞদের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে (India) নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৬৫ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ১০ হাজার ২২৯ জন।

এদিকে, করোনাকে জয় করে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা একই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৯৭১ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪৪ লাখ ৫৬ হাজার ৪০১ জন।

চলতি সপ্তাহে দেশে উত্তোরোত্তর বেড়ে গিয়েছিল মৃত্যুর সংখ্যা। যথেষ্ঠ আতঙ্ক বাড়িয়েছিল গোটা দেশে। গত ২৪ ঘণ্টায় সেই আতঙ্ক কিছুটা কেটেছে। একদিনে মৃত্যু হয়েছে ১৯৭ জনের।

তবে গতকালের তুলনায় একধাক্কায় বাড়ল সক্রিয় আক্রান্তের সংখ্যা। একদিনে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৩ জন। গত ২৪ ঘণ্টা মিলিয়ে দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৯৯৩ জন।

এখনও সক্রমণের নিরিখে কেরলে(Kerala)সংক্রমণ সর্বোচ্চ। সেই রাজ্যে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৪ হাজার ৫৪৭ জন। মৃত্যু হয়েছে ১২৭ জনের। এরপরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ৬৮৬ জনের শরীরে হদিশ মিলেছে ভাইরাসের। একদিনে মৃত্যু হয়েছে ১৯ জনের। মহারাষ্ট্রের পরে রয়েছে কর্নাটক। সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৭১ । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ জনের। আর তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ৮০২ জন।

বিগত তিন থেকে চার মাসের পরিসংখ্যান লক্ষ করলে দেখা যাবে দেশের বাকি রাজ্যগুলির তুলনায় উত্তর প্রদেশে কিন্তু করোনা সংক্রমণ যথেষ্ঠ নিয়ন্ত্রিত হচ্ছে। দেশের মধ্যে সবচেয়ে বড় রাজ্য হওয়ার দরুণও সেখানে আক্রান্তের সংখ্যা কিন্তু অনেক নিয়ন্ত্রিত।গত ২৪ ঘণ্টায় সেই রাজ্যে আক্রান্ত হয়েছেন ৭ জন। কারও মৃত্যু হয়নি। রাজধানী দিল্লিতে একদিনে আক্রান্ত হয়েছেন ১৬ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল এ রাজ্যে সংক্রমণের পজিটিভিটি রেট। রবিবার যা ছিল ২.১৩ শতাংশ। সোমবার তা এক ধাক্কায় বেড়ে হল প্রায় তিন শতাংশের কাছাকাছি। এদিন স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে পজিটিভিটি রেট ২.৮৮ শতাংশ। গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭৮২ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৭৯২ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ৮ হাজার ৪৭। গত একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ১১৫টি।

আরও পড়ুন: Government schemes: রাজ্যের মানুষ কতটা পাচ্ছেন সরকারি প্রকল্পের সুবিধা? পরিদর্শনে খোদ বিডিও

Next Article