করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ রুখতে মোদীর ৯ দাওয়াই

সুমন মহাপাত্র |

Mar 17, 2021 | 5:06 PM

নমোর (Narendra Modi) সাফ কথা, ৭০ শতাংশ করোনা পরীক্ষা করতে হবে আরটিপিসিআর পদ্ধতিতে।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ রুখতে মোদীর ৯ দাওয়াই
ছবি- পিটিআই

Follow Us

নয়া দিল্লি: দেশে ফের দ্রুত গতিতে ছড়াতে শুরু করেছে করোনাভাইরাস (COVID)। হু হু করে সংক্রমণ বাড়ছে ৫ রাজ্যে। মাহারাষ্ট্র নিয়ে গভীর চিন্তায় কেন্দ্র। সে রাজ্যে করোনা রোখায় একাধিক গাফিলতি ধরা পড়েছে কেন্দ্রের বিশেষজ্ঞ দলের রিপোর্টে। সেই সব তথ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। মহারাষ্ট্র-সহ ৫ রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। রাজেশ ভূষণ ফের লকডাউনের ইঙ্গিতও দিয়েছিলেন। তারপরই সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদী। বৈঠকে করোনা রুখতে একাধিক দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী। এক নজরে দেখে নেওয়া যাক মোদীর ৯ দাওয়াই…

১. নমোর সাফ কথা, ৭০ শতাংশ করোনা পরীক্ষা করতে হবে আরটিপিসিআর পদ্ধতিতে। ওড়িশা, কেরল, ছত্তিশগঢ় ও উত্তর প্রদেশের প্রসঙ্গ টেনে এনে নমো জানান, পরীক্ষার সিংহভাগ করতে হবে আরটিপিসিআর পদ্ধতিতেই কারণ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ হওয়ার পরও আরটিপিসিআর টেস্টে করোনা পজিটিভ এসেছে অনেকের নমুনা।

২.প্রত্যেক রাজ্যে করোনার জিনোম সিকোয়েন্স করার পরামর্শ মোদীর। প্রধানমন্ত্রী বলেন, “সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিজেদের রাজ্যে সংক্রমিত হওয়া স্ট্রেন সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে।”

৩.ভ্যাকসিনের অপচয় নিয়েও ৩ রাজ্যকে কাঠগড়ায় তোলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, “তেলঙ্গনা, অন্ধ্র প্রদেশ ও উত্তর প্রদেশে প্রায় ১০ শতাংশ ভ্যাকসিন অপচয় হচ্ছে। সেই ভ্যাকসিন অপচয় রুখতে হবে।”

৪.মোদীর বার্তা, “দাবাইভি অউর কড়াইভি।” একদম হালকা ভাষায় নমো বুঝিয়ে দিলেন, ভ্যাকসিন নিলেও করোনাবিধি মেনে চলতে হবে। তিনি জানান, এই মন্ত্র সকলকে মেনে চলতে হবে ওষুধ খেলেও রোগের নিয়ম মানতে হবে।

৫.টিকাকরণের গতি বাড়ানোর জন্য সরকারি ও বেসরকারি, দুই ধরনের ভ্যাকসিনেশন সেন্টারের ওপরই জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

৬.মাস্ক নিয়ে স্থানীয় প্রশাসনকে আরও সতর্ক হতে হবে। বিগত দিনের মতো চালিয়ে যেতে হবে পরিচ্ছন্নতা।

৭. প্রয়োজনে মাইক্রো কনটেনমেন্ট জ়োন তৈরির পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

৮.ছোট শহরে করোনা পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে। শক্ত করতে হবে রেফারিং ও অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক।

৯. দেশবাসীকে আত্মবিশ্বাস হারালে চলবে না। আগের মতোই করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

আরও পড়ুন: ‘মমতা’হীন মুখ্যমন্ত্রী-বৈঠক মোদীর, এলেন না যোগীও

Next Article