Student killed: ক্লাসে বচসা থেকে এমনও হতে পারে! চোখের জল শুকিয়েছে ইশুর পরিবারের

Jan 04, 2025 | 8:51 PM

Student killed: স্কুলে ক্লাস চলাকালীন সহপাঠীর সঙ্গে কথা কাটাকাটি হয়। কিন্তু, তার রেশ যে ক্লাসের বাইরেও গড়াবে, তা বোধহয় কেউ ভাবেন। স্কুলের গেটের বাইরে বেরোতেই কয়েকজন ইশুর উপর হামলা করে। অভিযুক্ত সহপাঠী কয়েকজনকে নিয়ে এসে স্কুলের বাইরে অপেক্ষা করছিল।

Student killed: ক্লাসে বচসা থেকে এমনও হতে পারে! চোখের জল শুকিয়েছে ইশুর পরিবারের
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

নয়াদিল্লি: ক্লাসে গন্ডগোল। তার জেরে এক পড়ুয়াকে খুনের অভিযোগ। স্কুলের বাইরে ছুরি দিয়ে আঘাত করা হয় তাকে। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির শাকারপুর এলাকায়। মৃত কিশোরের নাম ইশু গুপ্তা। এক সহপাঠী-সহ সাতজনকে আটক করা হয়েছে।

শাকারপুর এলাকার রাজকীয় সর্বোদয় বাল বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত বছর চোদ্দোর ইশু। এদিন স্কুলে ক্লাস চলাকালীন সহপাঠীর সঙ্গে কথা কাটাকাটি হয়। কিন্তু, তার রেশ যে ক্লাসের বাইরেও গড়াবে, তা বোধহয় কেউ ভাবেন। স্কুলের গেটের বাইরে বেরোতেই কয়েকজন ইশুর উপর হামলা করে। অভিযুক্ত সহপাঠী কয়েকজনকে নিয়ে এসে স্কুলের বাইরে অপেক্ষা করছিল। ইশু স্কুলের গেটের বাইরে বেরোতেই হামলা চালায়।

এক পুলিশ অফিসার বলেন, “হামলাকারীদের মধ্যে একজন ইশুর ডান ঊরুতে ছুরি দিয়ে আঘাত করে।” সঙ্গে সঙ্গে ইশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এভাবে ক্লাসে সামান্য বচসা থেকে যে এমন হতে পারে, তা ভাবতে পারছে না ইশুর পরিবার।

এই খবরটিও পড়ুন

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশের একটি টিম, অ্যান্টি নার্কোটিকস স্কোয়্যাড এবং স্পেশাল স্টাফ। ঘটনার পর সাতজনকে আটক করেছে পুলিশ। তার মধ্যে মৃতের সহপাঠী-সহ পাঁচজন নাবালক। বাকি দুই জনের বয়স ১৯ ও ৩১ বছর। পড়ুয়াদের গন্ডগোলে তারা কী জন্য এসেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই অফিসার বলেন, ওই দুই জনের ভূমিকা ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, তাও উদ্ধার করা হয়েছে।

 

Next Article