নয়াদিল্লি: ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। আর আগেই আম আদমি পার্টি দিল্লির ৭০টি আসনেই তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। শনিবার ২৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির।
নয়া দিল্লি আসনে আপের প্রার্থী তাদের আহ্বায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করল প্রাক্তন সাংসদ পরবেশ সাহিব সিং ভার্মাকে।
কেজরীবালের বিরুদ্ধে প্রার্থী হওয়ার পর পরবেশ বলেন, “আমার দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই। আমার বিশ্বাস, দল আমার প্রতি যে আস্থা দেখিয়েছে, আমি তার মর্যাদা রাখতে পারব। যখন দিল্লি করোনার সঙ্গে লড়াই করছিল, তখন অরবিন্দ কেজরীবালজি একটি বোতলের সঙ্গে বিনামূল্যে আর একটি বোতল দিচ্ছিলেন।” বিজেপি ক্ষমতায় এলে যমুনা নদী পরিষ্কা থেকে দূষণ নিয়ন্ত্রণ-সহ নানা কাজ করবে বলে তিনি জানান।
কিছুদিন আগেই আপ থেকে বিজেপিতে যোগ দিয়েছেন কৈলাস গেটলট। দিল্লির প্রাক্তন পরিবহণ মন্ত্রী তিনি। তাঁকে বিজওয়াসন আসন থেকে প্রার্থী করেছে বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রী অতীশীর বিরুদ্ধে কালকাজি আসনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন রমেশ বিধুরী। দক্ষিণ দিল্লির প্রাক্তন সাংসদ তিনি। কংগ্রেসের টিকিটে কালকাজি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অলকা লাম্বা।
কালকাজি আসন থেকে টিকিট পেয়ে রমেশ বলেন, “কালকাজি আসন বিজেপির দখলে আনতে আমার উপর আস্থা রাখায় কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ। কেজরীবালের জন্য সমস্যায় পড়ছেন দিল্লিবাসী।”
অন্যদিকে, রমেশকে কটা করে অতীশী বলেন, “১০ বছর সাংসদ ছিলেন রমেশ। কিন্তু, বিজেপি তাঁর কাজে ভরসা রাখতে পারেনি। তাই, চব্বিশের লোকসভা নির্বাচনে টিকিট দেয়নি। তাহলে কালকাজির মানুষ কীভাবে তাঁর কাজে আস্থা রাখবেন?”
ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। নির্ঘণ্ট ঘোষণা না হলেও প্রচারে অবশ্য নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। আপ সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। কংগ্রেসও এখনও পর্যন্ত ৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এবার বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল।