নয়া দিল্লি: সরকার ভাঙতে উঠে পড়ে লেগেছে বিজেপি, বিগত কয়েকদিন ধরেই এমন অভিযোগই করছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। নিজেদের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে আজই বিধানসভায় আস্থাভোটের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী কেজরীবাল। গত সপ্তাহেই তিনি বিজেপির বিরুদ্ধে ২০ কোটি টাকার বিনিময়ে বিধায়ক কেনার চেষ্টার অভিযোগ এনে আস্থাভোটের প্রস্তাব দিয়েছিলেন। আজ বিধানসভায় সেই সংখ্যাগরিষ্ঠতাই প্রমাণ করতে হবে আম আদমি পার্টিকে।
একের পর এক অবিজেপি শাসিত রাজ্যে সরকারের অন্দরে ডামাডোল ও পতনের পর এবার দিল্লির সরকারে থাকা আম আদমি পার্টিকে নিশানা করেছে বিজেপি, এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের। আপ সরকারের আবগারি নীতি নিয়ে প্রশ্ন ওঠার পরই সিবিআই তদন্ত শুরু হয়েছে। উপমুখ্য়মন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই তল্লাশি হওয়ার পরই আম আদমি পার্টির তরফে অভিযোগ করা হয় যে, বিজেপি তাদের বিধায়কদের কিনে নেওয়ার চেষ্টা করছে। একাধিক বিধায়ককে ২০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল দলবদলের জন্য, যদি কেউ সঙ্গে আরও কোনও বিধায়ককে নিয়ে আসেন, সেক্ষেত্রে ৪৫ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও অভিযোগ আপের।
গত সপ্তাহেই দিল্লির রাজঘাটে দলীয় বিধায়কদের সঙ্গে গিয়ে শুদ্ধিকরণ করেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। এরপর তাঁর বাড়িতে বিশেষ বৈঠকও ডাকা হয়েছিল, সেই বৈঠকে আপের ৬২ জন বিধায়কের মধ্যে ৫৩ জন সরাসরি যোগ দিয়েছিলেন, বাকিরা ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন। ওই বৈঠক থেকেই কেজরীবাল জানান, ৪০ জন বিধায়ককে দল বদলের জন্য প্রস্তাব দিয়েছিল বিজেপি, কিন্তু কেউই রাজি হননি। মধ্য প্রদেশ, মহারাষ্ট্র বা কর্নাটকের মতো দিল্লিতে সরকার পতন সম্ভব নয়। বিধায়করা সকলেই যে দলে রয়েছেন, তা প্রমাণের জন্যই আস্থাভোটের প্রস্তাব দেন কেজরীবাল।
উল্লেখ্য, ৭০ সদস্যের দিল্লি বিধানসভায় শাসক দল আপ আদমি পার্টির কাছে ৬২ জন বিধায়ক রয়েছেন। অন্যদিকে বিজেপির কাছে রয়েছে মাত্র ৮ জন বিধায়ক। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে তাদের কমপক্ষে আরও ২৮ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। আজ এই সংখ্যাগরিষ্ঠতা কে প্রমাণ করে, তাই-ই এখন দেখার।