নয়াদিল্লি: ২০১৪ সাল থেকে দিল্লিতে ক্ষমতায় অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি। ফেব্রুয়ারির মধ্যে দিল্লিতে বিধানসভা নির্বাচন শেষ হওয়ার কথা। নির্ঘণ্ট ঘোষণা না হলে আসন্ন নির্বাচনের পারদ ক্রমশ চড়ছে। রাজনীতির সেই পারদ আরও চড়িয়ে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, দিল্লির ১০ বছর নষ্ট করেছে আপ।
এদিন প্রথমে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। নমো ভারত ট্রেনেও চড়েন। এরপর রোহিনীতে বিজেপির জনসভায় বক্তব্য রাখেন তিনি। সেই জনসভা থেকেই আপকে তীব্র আক্রমণ করেন।
দিল্লিতে পানীয় জলের সমস্যা, বৃষ্টিতে জল জমার সমস্যা এবং বায়ু দূষণ নিয়ে কেজরীবালের দলকে আক্রমণ করেন তিনি। বলেন, জলের সমস্যা, জল জমার সমস্যা আর বায়ু দূষণের জেরে দিল্লিতে প্রত্যেক মরশুমকে আপ সরকার জরুরি অবস্থায় পরিণত করেছে। আপকে কটাক্ষ করে বলেন, “দিল্লির ১০ বছর নষ্ট করেছে এই আপদ।”
কেজরীবালের বাসভবন নিয়েও এদিন ফের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। বলেন, “দিল্লির মানুষ যখন করোনার বিরুদ্ধে লড়াই করছেন, তখন তাঁরা শিশমহল বানাতে ব্যস্ত ছিলেন। দিল্লিবাসীর জন্য তাঁদের কোনও মাথাব্যথা ছিল না।”
দিল্লির উন্নয়নে আপের কোনও লক্ষ্য নেই বলেও তোপ দাগেন মোদী। বলেন, “দিল্লিতে সব উন্নয়নমূলক কাজ কেন্দ্রীয় সরকার করেছে। দিল্লি মেট্রো কোণায় কোণায় পৌঁছে গিয়েছে। হাইওয়ে, ফ্লাইওভার-এসব কেন্দ্রীয় সরকার করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিবদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হয়েছে।”
আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতানোর জন্য দিল্লিবাসীকে আবেদন করলেন মোদী। তিনি বলেন, “দিল্লির উন্নয়ন করতে পারে বিজেপি। গত ১০ বছরে দিল্লিতে যে সরকার দেখা গিয়েছে তা আপদের চেয়ে কম নয়। তাই আমরা এখন শুধু শুনতে পাই, আপদ সইব না, বদলেই ছাড়ব।”