নয়া দিল্লি : সংসদে চলছে বাদল অধিবেশন। এর মধ্যেই বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হয়েছে সংসদের দুই কক্ষই। জিএসটি, মূল্যবদ্ধি, পেট্রোল-ডিজেলের দাম নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। সেই নিয়ে কক্ষের অন্দরে প্ল্য়াকার্ড হাতে বিক্ষোভ দেখানোর জন্য সাসপেনশনের মুখেও পড়েছিলেন সাংসদরা। এবার জিএসটি নিয়ে আলোচনার জন্য বুধবার সংসদে মুলতুবি প্রস্তাব আনেন আম আদমি পার্টি (AAP) সাংসদ রাঘব চাড্ডা। অমৃতসরে স্বর্ণ মন্দিরে আশেপাশের লঙ্গরখানায় (Sarais) ১২ শতাংশ জিএসটি কার্যকর করা নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন তিনি।
রাজ্যসভার স্পিকার এম বেঙ্কাইয়া নাইডুকে একটি চিঠি লিখে এই মুলতুবি প্রস্তাবের কথা জানিয়েছেন আপ সাংসদ। তিনি বলেছেন, ‘প্রশ্নোত্তর পর্ব ও সংসদের অন্যান্য নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী কক্ষে জ়িরো আওয়ার সাসপেন্ড করা হোক অমৃতসরে শ্রী হরমিন্দর সাহাব (স্বর্ণ মন্দির) এর আশেপাশের লঙ্গরখানায় ১২ শতাংশ জিএসটি বসানো নিয়ে আলোচনার জন্য।’ এদিকে জিএসটি ইস্যুতে এই বাদল অধিবেশনে একাধিকবার উত্তপ্ত হয়েছে সংসদ। কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি এই বারংবার বিক্ষোভ দেখিয়েছে। সংসদ চত্বরেও বিক্ষোভ করতে দেখা গিয়েছে তাঁদের।
প্রসঙ্গত, সম্প্রতি জিএসটি কাউন্সিল জিএসটি-র নয়া তালিকা নিয়ে এসেছে। সেখানে কিছু পণ্য ও পরিষেবা নতুন করে জিএসটিভুক্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছে হোটেলের ঘর। দৈনিক ১ হাজার টাকা পর্যন্ত হোটেল ঘরেও জিএসটি বসানো হয়েছে। সেই নিয়ে সংসদে আলোচনা করতে চেয়েছেন বিরোধীরা। এদিকে বিভিন্ন ইস্যু নিয়ে একাধিক বিরোধী সাংসদ বিভিন্ন মুলতুবি প্রস্তাব এনেছেন। সুইস ব্যাঙ্কে ভারতীয় টাকার পরিমাণ বৃদ্ধি নিয়ে রাজ্যসভায় জ়িরো আওয়ার নোটিস দিয়েছেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি। এদিকে রাজ্যসভায় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর জাতীয় অ্য়ান্টি-ডোপিং বিল ২০২১ নিয়ে বিবেচনা ও পাসের জন্য পেশ করতে পারেন। এর ফলে খেলার দুনিয়ায় অ্যান্টি ডোপিং কার্যকলাপ নিয়ন্ত্রণ করবে। সংসদের উচ্চকক্ষে বিবেচনার জন্য পরিবার আদালত আইন, ১৯৮৪ (Family Courts Act, 1984) পেস করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু।