দেশে ফেরার আশা নেই! শরণার্থীর সুবিধা চেয়ে রাষ্ট্রপুঞ্জের অফিসের সামনে বিক্ষোভ আফগানদের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 23, 2021 | 11:31 AM

Afghan Refugee: রাজধানীতে কয়েক হাজার আফগান রয়েছেন। তাঁরা শরণার্থীর সুযোগ-সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ।

দেশে ফেরার আশা নেই! শরণার্থীর সুবিধা চেয়ে রাষ্ট্রপুঞ্জের অফিসের সামনে বিক্ষোভ আফগানদের
রাষ্ট্রপুঞ্জের অফিসের সামনে আফগান শরণার্থীদের প্রতিবাদ (নিজস্ব চিত্র)

Follow Us

নয়া দিল্লি: সদ্য কাবুল থেকে ভারতে (India) এসেছেন একাধিক আফগান (Afghan)। আর আগে থেকেই এ দেশে রয়েছেন এমনই বহু আফগান। কিন্তু বছর কয়েক কেটে গেলেও শরণার্থী (Refugee) হিসেবে এ দেশের কোনও সুযোগ-সুবিধাই পাচ্ছেন না তাঁরা। এমনই অভিযোগ তুলে আজ, সোমবার দিল্লিতে রাষ্ট্রপুঞ্জের (UN) দফতরের সামনে বিক্ষোভ দেখালেন বহু আফগান। তাঁদের মধ্যে কেউ ভারতে রয়েছে ৫ বছর ধরে, আবার কেউ রয়েছেন ১৫ বছর ধরে। অথচ এ দেশে শিক্ষা, স্বাস্থ্যের কোনও সুবিধাই তাঁরা পান না বলে অভিযোগ। এমনকি অনেকের শরণার্থী কার্ডের মেয়াদ ফুরোলেই তার পুনর্ননবীকরণ করা হয়নি বলেও অভিযোগ।

এ দিন বসন্ত বিহারে রাষ্ট্রপুঞ্জের দূতাবাসের সামনে আফগানিরা দিল্লির বিভিন্ন জায়গা থেকে এসে প্রতিবাদ জানান। কয়েক বছর ধরে হাজার হাজার আফগান শরণার্থী হিসেবে দিল্লিতে রয়েছেন। এদের মধ্যে অনেকের দাবি দীর্ঘ বছর দিল্লিতে থাকার পরেও বহু আফগানিকে এখনও অবধি শরণার্থী কার্ড দেয়নি রাষ্ট্রপুঞ্জ। তাই তাঁরা কর্ম সংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। ভারতীয় সিম কার্ড নিতে পারছেন, শিক্ষা বা স্বাস্থ্য সংক্রান্ত কোনও সুবিধাও পাচ্ছেন না। বারবার রাষ্ট্রপুঞ্জকে চিঠি লিখে কোনও সদুত্তর পাননি বলে আফগানদের অভিযোগ। তাই তাঁরা রাষ্ট্রপুঞ্জের সামনে প্রতিবাদ জানাতে এসেছেন।

ভাঙা হিন্দিতে তাঁদের মধ্যে একজন জানান, তিনি ১৫ বছর ধরে ভারতে রয়েছেন। আফগানিস্তানের পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁকে পরিবার নিয়ে চলে আসতে হয়েছিল। শরণার্থী কার্ডও পেয়েছিলেন। কিন্তু মেয়াদ ফুরিয়ে গিয়েছে। তাই আপাতত তিনি দিশেহারা। আর এক আফগান মহিলা জানান তিনি চার বছর ধরে ভারতে থাকলেও সব সুযোগ থেকে আজও বঞ্চিত।

এ দিকে বর্তমান পরিস্থিতিতে আরও অনেক আফগান ভারতে আসছেন। নতুন করে দখল নিয়েছে তালিবান। তাদের হাত থেকে রেহাই পেতে দেশ ছাড়তে চাইছেন বহু আফগান। আফগানিস্তানের হিন্দু ও শিখদের আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই বেশ কয়েকজন আফগান শিখ ভারতে এসেছেন। গতকালই দেশে পৌঁছেছেন এমন ২৪ জন আফগান। যাঁদের মধ্যে দু’জন আফগান সেনেটর রয়েছেন।

গতকাল আফগানিস্তানের পরিস্থিতি জিজ্ঞেস করতেই চোখে জল চলে আসে সদ্য ভারতে ফেরা আফগান সেনা নরেন্দ্র সিং খালসার। তিনি বলেন, ‘২০ বছর ধরে যা কিছু গড়ে তোলা হয়েছিল সব শেষ হয়ে গেল। এখন আবার সব শূন্যতে পৌঁছেছে।’ রবিবার সকালে হিন্দন এয়ারবেসে দাঁড়িয়ে সাংবাদিকদের এ কথাই বলেন তিনি। ক আফগান মহিলা জানিয়েছেন, আফগানিস্তানের পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। তাই মেয়ে ও নাতি-নাতনিদের নিয়ে ভারতে চলে এসেছেন তিনি। তালিবান তাঁর ঘরাবাড়ি জ্বালিয়ে দিয়েছে। সাহায্যের জন্য ভারতীয়দের ধন্যবাদ জানিয়েছেন তিনি। আরও পড়ুন: বাইরে ঠায় দাঁড়িয়ে ঘণ্টা সাতেক! মুখের ওপর জানলা বন্ধ করে সাফ বললেন, ‘আজ আর নয়…’

Next Article