‘২০ বছরের সবকিছু’ ফেলে এসেছেন দেশে, ভারতে পৌঁছে চোখের জল বাধ মানছে না আফগান নেতার

রবিবার সকালে ভারতে পৌঁছেছেন ২৪ জন আফগান শিখ। তাঁদের মধ্যে দু'জন ছিলেন সাংসদ। পরিস্থিতি জিজ্ঞেস করতেই কান্নায় ভেঙে পড়েন নরেন্দ্র সিং খালসা

'২০ বছরের সবকিছু' ফেলে এসেছেন দেশে, ভারতে পৌঁছে চোখের জল বাধ মানছে না আফগান নেতার
নরেন্দ্র সিং খালসা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2021 | 12:35 PM

নয়া দিল্লি: আফগান শিখদের ভারতে ফেরানোর কথা আগেই বলেছিল নয়া দিল্লি। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই প্রক্রিয়া। ভারতের পাশাপাশি একাধিক শিখকে ফিরিয়ে আনা হয়েছে ভারতে। রবিবার সকালেই ভারতে পৌঁছেছেন ২৪ জন আফগান শিখ। তাঁদের মধ্যে রয়েছেন দু’জন সেনেটরও। আফগানিস্তানের পরিস্থিতি জিজ্ঞেস করতেই চোখে জল চলে এল সদ্য ভারতে ফেরা আফগান সেনা নরেন্দ্র সিং খালসার। তিনি বলেন, ‘২০ বছর ধরে যা কিছু গড়ে তোলা হয়েছিল সব শেষ হয়ে গেল। এখন আবার সব শূন্যতে পৌঁছেছে।’ এ দিন সকালে হিন্দন এয়ারবেসে দাঁড়িয়ে সাংবাদিকদের এ কথাই বলেন তিনি।

আর এক আফগান শিখ ভারতে ফিরে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি জানিয়েছেন, কাবুল বিমানবন্দরে পৌঁছনোর আগে তাঁদের অনেক বাধার মুখে পড়তে হয়েছিল। এমনকি বিমানবন্দরে আসার পরও তালিবানরা এসে তাঁদের বলে, ‘তোমরা যেও না। কেন যাচ্ছ?’ তারপরও ভারতে পৌঁছে খুশি তাঁরা। এই উদ্যোগ নেওয়ার জন্য নরেন্দ্র মোদী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন নিতে। এক আফগান মহিলা জানিয়েছেন, আফগানিস্তানের পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। তাই মেয়ে ও নাতি-নাতনিদের নিয়ে ভারতে চলে এসেছেন তিনি। তালিবান তাঁর ঘরাবাড়ি জ্বালিয়ে দিয়েছে। সাহায্যের জন্য ভারতীয়দের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

গতকালই ৮৭ জনকে ভারতীয়কে নিয়ে কাবুল থেকে বিমান রওনা হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তাজিকিস্তানের রাজধানী দুশানবে ও কাতারের দোহা হয়ে ভারতের মাটিতে আজ ফিরেছে সেই বিমান। অন্যদিকে অপর একটি বায়ুসেনা বিমানে আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন ১৬৮ জন যাত্রী। এদের মধ্যে ১০৭ জন ভারতীয় রয়েছেন। এছাড়াও ২৪ জন শিখ আফগান, যাঁদের মধ্যে দু’জন আফগান সেনেটর রয়েছেন।

ইতিমধ্যেই মার্কিন সেনা অনুমতি দিয়েছে প্রতিদিন দুটি করে বিমান ওড়ানোর। এর ফলে অনেক দ্রুত ভারতীয়দের ফেরানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। ভারতীয়দের দেশে ফেরাতে মোট তিনটি রুট ব্যবহার করা হচ্ছে। দুশানবে, তাজিকিস্তান, কাতার এই তিন পথে ভারতীয়দের নিয়ে আসছে বিমানগুলি। এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ তালিবানের কাবুল দখলের পরই ১২০ জন ভারতীয়কে নিয়ে একটি বিমান এসেছে ভারতে। ভারতীয়দের যাতে নিরাপদে ফিরিয়ে আনা যায় তার জন্য বিদেশ মন্ত্রকের তরফে কাবুল বিমানবনন্দরের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে বলে সূত্রের খবর। আরও পড়ুন: একরত্তির গলা শুকিয়ে কাঠ, দুধের জন্য ছুটে বেড়াচ্ছে মা, কাবুলে লড়াই এক ভারতীয় নারীর