AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samajwadi Party: হরিয়ানার আফটার শকে কাঁপল উত্তর প্রদেশও! কংগ্রেসকে জোর ধাক্কা অখিলেশের

Uttar Pradesh by-polls 2024: ভূমিকম্পের পর যেমন একাধিক আফটারশক বিপদ আরও বাড়ায়, হরিয়ানা নির্বাচনে হতাশাজনক পারফরম্যান্সের পর কংগ্রেসেরও অবস্থা হল তেমেনই। মুখ পুড়ল উত্তর প্রদেশেও। লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে যে শরিক দলের সবথেকে ভাল সেলাই হয়েছিল, সেটি ছিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। কিন্তু, হরিয়ানার ফল সেই সেলাইও সম্ভবত দুর্বল করে দিল।

Samajwadi Party: হরিয়ানার আফটার শকে কাঁপল উত্তর প্রদেশও! কংগ্রেসকে জোর ধাক্কা অখিলেশের
অখিলেশ যাদব ও রাহুল গান্ধী Image Credit: PTI
| Updated on: Oct 09, 2024 | 6:36 PM
Share

লখনউ: ভূমিকম্পের পর যেমন একাধিক আফটারশক বিপদ আরও বাড়ায়, হরিয়ানা নির্বাচনে হতাশাজনক পারফরম্যান্সের পর কংগ্রেসেরও অবস্থা হল তেমেনই। একাধিক প্রতিকূলতাকে সরিয়ে রাজ্যে সর্বকালের সেরা পারফরম্যান্স দিয়েছে বিজেপি। ৪৮টি আসন জিতেছে। কংগ্রেস তাদের থেকে ১১টি কম। এই অবস্থায় ইন্ডিয়া জোটের শরিকদের পক্ষ থেকে ধেয়ে এসেছে কড়া সমালোচনা। উঠছে ঔদ্ধত্য এবং শরিকদের দূরে সরিয়ে রাখার অভিযোগ। এরই মধ্যে, মুখ পুড়ল উত্তর প্রদেশেও। লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে যে শরিক দলের সবথেকে ভাল সেলাই হয়েছিল, সেটি ছিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। কিন্তু, হরিয়ানার ফল সেই সেলাইও সম্ভবত দুর্বল করে দিল। কংগ্রেসের আসন ভাগাভাগির দাবি সরাসরি অস্বীকার করল অখিলেশের দল।

চলতি বছরের শেষেই উত্তর প্রদেশ বিধানসভার ১০ আসন উপনির্বাচন হওয়ার কথা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও তারিখ ঘোষণা করা হয়নি। তবে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। ১০ বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস পাঁচটি আসনে লড়তে চেয়েছিল। প্রস্তাব দিয়েছিল সপার কাছে। কিন্তু, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বুধবার (৯ অক্টোবর) ছয় আসনের প্রার্থী ঘোষণা করল অখিলেশ যাদবের দল। লোকসভা নির্বাচনে দলগুলির নিজ নিজ পারফরম্যান্সের বিচারেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সমাজবাদী পার্টি। তবে, সপা নেতা রবিদাস মেহরোত্রা পরিষ্কার জানিয়ে দিয়েছেন হরিয়ানার কংগ্রেসের পরাজয়ই তাঁর দলের এই একতরফা সিদ্ধান্তের মূল কারণ।

তিনি বলেছেন, “যদি কংগ্রেসের সমাজবাদী এবং আম আদমি পার্টির সঙ্গে জোট করত, তবে আজ হরিয়ানায় ক্ষমতায় আসত ইন্ডিয়া জোট। সমাজবাদী পার্টিকে তারা একটি আসনও দেয়নি। পুরো রাজ্যটা তারা বিজেপির হাতে তুলে দিয়েছে৷ আমরা উত্তর প্রদেশ উপনির্বাচনে বিজেপিকে হারাতে চাই। তাই, আমরা ৬ প্রার্থীর তালিকা ঘোষণা করেছি।” অবশ্য, বাকি ৪ আসনে তারা কংগ্রেসের সঙ্গে জোট গড়তে আশাবাদী বলে জানিয়েছেন এই সপা নেতা। তবে, ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির সঙ্গে কোনও আলাপ-আলোচনা ছাড়াই সমাজবাদী পার্টি একতরফাভাবে প্রার্থী ঘোষণা করায় হতাশ উত্তর প্রদেশ কংগ্রেসের ইনচার্জ, অবিনাশ পান্ডে ভরত। ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির সিদ্ধান্তই তারা মেনে নেবেন বলে জানিয়েছেন তিনি।