Thief left Rs 20 on the table: হোটেলে কানাকড়িও না পেয়ে কী করল চোর? শোরগোল নেটপাড়ায়

Thief left Rs 20 on the table: রঙ্গারেড্ডি জেলার মহেশওয়ারামের একটি হোটেলে তালা ভেঙে ঢুকেছিল চোর। তন্নতন্ন করে হোটেলে টাকা-পয়সা খোঁজে সে। হোটেলের সিসিটিভি ফুটেজে তা ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, চোরের মুখে মাস্ক, হাতে গ্লাভস। তন্নতন্ন করে খুঁজে কিছু না পেয়ে দৃশ্যত হতাশ দেখায় চোরকে।

Thief left Rs 20 on the table: হোটেলে কানাকড়িও না পেয়ে কী করল চোর? শোরগোল নেটপাড়ায়
টাকা-পয়সা না পেয়ে কী করল চোর?
Follow Us:
| Updated on: Jul 26, 2024 | 8:07 PM

হায়দরাবাদ: চুরি করতে তালা ভেঙে ঢুকেছিল হোটেলে। ভেবেছিল, টাকা-পয়সা অনেক পাবে। কিন্তু, হোটেল তন্ন করেও কানাকড়িও পেল না। দামি জিনিসপত্র খোঁজার চেষ্টা করল। ভাগ্যে তা-ও যেন লেখা নেই। হতাশ হয়ে ফিরে যাওয়ার আগে ফ্রিজ খুলে এক বোতল পানীয় খেল। সেই পানীয়র জন্য হোটেল মালিককে টেবিলে ২০ টাকা রেখে গেল চোর। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার রঙ্গারেড্ডি জেলায়। হোটেলের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চোরের এই কাণ্ড। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়েছে।

রঙ্গারেড্ডি জেলার মহেশওয়ারামের একটি হোটেলে তালা ভেঙে ঢুকেছিল চোর। তন্নতন্ন করে হোটেলে টাকা-পয়সা খোঁজে সে। হোটেলের সিসিটিভি ফুটেজে তা ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, চোরের মুখে মাস্ক, হাতে গ্লাভস, মাথায় টুপি। তন্নতন্ন করে খুঁজে কিছু না পেয়ে দৃশ্যত হতাশ দেখায় চোরকে।

হোটেল থেকে বেরিয়ে আসার আগে ফ্রিজ থেকে এক বোতল পানীয় পান করে। এরপর নিজের মানিব্যাগ খুলে ২০ টাকা বের করে টেবিলে রাখে। তারপর হোটেল থেকে বেরিয়ে যায়।

হোটেলের সেই সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটপাড়ায় এই নিয়ে শোরগোল পড়েছে। কেউ বলছেন, সৎ চোর। কেউ বলছেন, এই প্রথম বোধহয় কোনও চোর যা নিয়ে এসেছিল, তার থেকে কম টাকা নিয়ে ফিরে গেল। কেউ আবার এই নিয়ে রাজনীতিকদের একাংশকে কটাক্ষ করলেন। লিখলেন, কিছু না পেলে একজন রাজনীতিক ফ্রিজটাই তুলে নিয়ে যেতেন।

চলতি মাসের শুরুতে আরও এক চোরের ‘মহানুভবতার’ কথা নেটপাড়ায় ছড়িয়ে পড়েছিল। মুম্বইয়ে এক মরাঠি কবির বাড়িতে চুরি করেছিল সেই চোর। প্রয়াত মারাঠি কবি নারায়ণ সার্ভের মেয়ে ও তাঁর স্বামী এখন ওই বাড়িতে থাকেন। তাঁরা দিন দশেক বাড়িতে ছিলেন না। সেইসময় চোর ওই বাড়ি থেকে একাধিক জিনিস নিয়ে যায়। কিন্তু, পরে সব জিনিস ফিরিয়ে দিয়ে যায়। এবং একটি চিঠি রেখে যায়। এরকম একজন বিখ্যাত কবির বাড়িতে চুরির জন্য ক্ষমা প্রার্থনা করে চোর।