আহমেদাবাদ: রবিবার সন্ধ্যায় গুজরাটের মোরবিতে সেতু দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৪১ জনের মৃত্যু নিশ্চিত করা গিয়েছে। তবে, এই বিপর্যয়কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। বিরোধীরা, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পুরোনো বক্তৃতার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিয়োটি ছিল ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার পর্বের। তার কয়েকদিন আগেই কলকাতার পোস্তা এলাকায় ভেঙে পড়েছিল নির্মীয়মাণ পোস্তা সেতু। ভিডিয়োতে সেই সেতু ভাঙার ঘটনাকে ‘অ্যাক্ট অব ফ্রড’ বা ‘জালিয়াতির ফল’ বলে কটূক্তি করেছিলেন নরেন্দ্র মোদী। মোরবির সেতু ভেঙে পড়ার পর, বিরোধীরা সেই দিনের কথাই মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীকে।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে, বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে মোদী বলেছিলেন, “এত বড় সেতু ভেঙে পড়ল, আর এরা (শাসক দল) কি বলছে? বলছে এটা অ্যাক্ট অব গড (ভগবানের কাজ)। দিদি, এটা ঈশ্বরের কাজ নয়, এটা প্রতারণার কাজ। অ্যাক্ট অব ফ্রড। তবে, নির্বাচনের সময় সেতুটি ভেঙে পড়ে যাওয়া নিঃসন্দেহে ভগবানের কাজ। এই কারণেই মানুষ জানতে পেরেছে আপনি কী ধরনের সরকার চালাচ্ছেন। এটা জনগণের কাছে ঈশ্বরের বার্তা, আজ সেতু ভেঙেছে এবং আগামীকাল বাংলা ভেঙে পড়বে।”
২০১৬ সালের ৩১ মার্চ পোস্তার কাছে ওই নির্মীয়মাণ সেতুটি ভেঙে পড়েছিল। মৃত্যু হয়েছিল ২৭ জনের। এপ্রিল মাসেই নির্বাচনী প্রচারে বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। ‘অ্যাক্ট অব গড’ বলার পাশাপাশি ওই সেতু ভেঙে পড়ার দায় বামেদের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তি ছিল, বাম সরকার ক্ষমতায় থাকাকালীনই নির্মাতা সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল।
PM Modi Taunts Mamata Banerjee Over Kolkata Flyover Collapse https://t.co/KXKpDQuG9W via @YouTube.
Let there be a few drops of tears, Modiji, over the death of 132 persons in newly renovated bridge collapse in Gujarat yesterday.
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) October 31, 2022
মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পদক্ষেপেরও সমালোচনা করেছিলেন মোদী। প্রধানমন্ত্রী বলেছিলেন, “তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই বলেছিলেন যে বামেরা এই চুক্তিগুলি করেছে। বাম হোক বা ডান, যাদের মৃত্যু হয়েছে তাদের কথা আগে ভাবুন, দিদি! মৃতদের সম্মান করুন।” প্রধানমন্ত্রী বলেছিলেন, যদি ফ্লাইওভারটি তৈরির কাজ সফলভাবে শেষ হত, তাহলে মমতা সানন্দে ফিতে কাটতেন। সেতুটি তৈরির কৃতিত্ব দাবি করতেন। কিন্তু, এটি ভেঙে পড়েছে বলে তিনি এখন বামেদের দোষ দিচ্ছেন।