HD Revanna Arrest: প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার ছেলে গ্রেফতার, এবার নাতি?

HD Revanna Arrest: অভিযোগ ওঠে, এক মহিলাকে যৌন হেনস্থা করেন প্রজ্জ্বল রেভান্না। এ সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সিট গঠনের নির্দেশ দেন। অন্যদিকে প্রজ্জ্বলের দাবি, এ ভিডিয়ো নকল। অভিযোগও ভিত্তিহীন।

HD Revanna Arrest: প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার ছেলে গ্রেফতার, এবার নাতি?
Follow Us:
| Updated on: May 05, 2024 | 1:41 AM

নয়াদিল্লি: অপহরণ মামলায় জনতা দল (সেক্যুলার) বা জেডি(এস) সুপ্রিমো তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার ছেলে এইচডি রেভান্নাকে হেফাজতে নিল কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট। গত কয়েকদিন ধরেই ‘বিতর্কিত’ ভিডিয়ো বিতর্কে চরম বিপাকে এইচডি রেভান্না ও তাঁর ছেলে জেডি(এস) সাংসদ প্রজ্জ্বল রেভান্না। মহিলা অপহরণের মামলায়ও নাম জড়ায়। এরইমধ্য়ে শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ নাগাদ প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবন থেকেই বিধায়কপুত্র এইচডি রেভান্নাকে নিয়ে যায় সিট। স্পেশাল কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন রেভান্না। তবে তা নাকচ হয়ে যায়। তারপরই গ্রেফতারি।

অভিযোগ ওঠে, এক মহিলাকে যৌন হেনস্থা করেন প্রজ্জ্বল রেভান্না। এ সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সিট গঠনের নির্দেশ দেন। প্রজ্জ্বলের গ্রেফতারির সম্ভাবনা নিয়ে নানা জল্পনা শোনা যায়। অন্যদিকে প্রজ্জ্বলের দাবি, এ ভিডিয়ো নকল। অভিযোগও ভিত্তিহীন। তবে এরইমধ্যে প্রজ্জ্বল ‘উধাও’ হয়ে যান। এদিকে এইচডি রেভান্নার বিরুদ্ধে মহিলা অপহরণের যে অভিযোগ সামনে আসে, অনেকে মনে করেন ছেলেকে বাঁচাতেই ওই মহিলাকে অপহরণ করানো হয়। অপহৃত মহিলার ছেলে থানায় অভিযোগ দায়ের করেন। রেভান্নাকে হেফাজতে নেওয়ার পর এবার ছেলের সন্ধানে তদন্তকারী দল।

এদিন গ্রেফতারির আগে চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। কোর্ট অর্ডার আসার কয়েক মুহূর্তের মধ্যেই পদ্মনাভ নগরে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে হানা দেয় সিট। প্রথমে দরজা না খোলা হলেও পরে তদন্তকারীদের ঢুকতে দিতেই হয়। মূলত মহিলা অপহরণের মামলায় নাম জড়ায় এইচডি রেভান্নার। এদিকে তাঁর ছেলের নাম জড়ায় ‘বিতর্কিত ভিডিয়ো’ বিতর্কে। রেভান্না জানিয়েছিলেন, তিনি ও তাঁর ছেলে সবরকম আইনি লড়াই লড়তে প্রস্তুত। তবে একইসঙ্গে দাবি করেছিলেন, রাজনীতির শিকার তাঁরা।