Joshimath Sinking: ফেটে চৌচির জোশীমঠ-মালারি বর্ডার রোড, বিপর্যয়ের সুযোগ নেবে না তো লাল ফৌজ?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 08, 2023 | 6:40 AM

Uttarakhand Disaster: উত্তরাখণ্ড লাগোয়া ভারত-চিন সীমান্তও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে এই অঞ্চল দিয়েই আকাশপথে কপ্টার ও ড্রোনের মাধ্যমে ভারতের উপরে নজরদারি চালানোর চেষ্টা করেছিল চিন।

Joshimath Sinking: ফেটে চৌচির জোশীমঠ-মালারি বর্ডার রোড, বিপর্যয়ের সুযোগ নেবে না তো লাল ফৌজ?
রাস্তায় বড় বড় ফাটল। ছবি:ANI

Follow Us

দেহরাদুন: জোশীমঠে (Joshimath) বিপর্যয়। একের পর এক বাড়িতে ধরছে ফাটল, বসে যাচ্ছে মাটি। ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) ছোট্ট শহর। পর্যটন থেকে প্রতিরক্ষা, সবদিক থেকেই গুরুত্বপূর্ণ এই শহরেই এবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রাস্তায় দেখা গেল বিরাট ফাটল (Crack)। উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশীমঠ-মালারি বর্ডার রোডের একাধিক জায়গায় দেখা দিয়েছে ফাটল। জোশীমঠে ক্রমাগত মাটি বসে যাচ্ছে, এর জেরেই এই ফাটল ধরেছে বলে জানা গিয়েছে। এদিকে, এই রাস্তায় ফাটল  ধরতেই স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর তরফেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে, কারণ এই রাস্তা সোজা চলে গিয়েছে চিন সীমান্তে (India-China Border)। এই রাস্তা যদি কোনওভাবে ধসে যায়, তবে ভারত-চিন সীমান্তের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি হবে।

শনিবারই জোশীমঠের স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়, মালারি ট্যাক্সি স্ট্যান্ডের কাছেই জোশীমঠ-মালারি বর্ডার রোডের বেশ কিছু জয়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। রাস্তার মাঝে কয়েকটি জায়গায় মাটি ধসেও গিয়েছে। এই রাস্তা ভেঙে গেলে বা ধসে গেলে সাধারণ মানুষ যেমন চরম সমস্যায় পড়বে, তেমনই প্রতিরক্ষা ক্ষেত্রেও বিপদ দেখা দিতে পারে।

চিনের সঙ্গে ভারতের সীমান্ত বিবাদ নতুন নয়। একাধিকবার বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছে চিনের লাল ফৌজ। তবে প্রতিবারই তাদের সেই প্রচেষ্টা ভেস্তে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। উত্তরাখণ্ড লাগোয়া ভারত-চিন সীমান্তও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে এই অঞ্চল দিয়েই আকাশপথে কপ্টার ও ড্রোনের মাধ্যমে ভারতের উপরে নজরদারি চালানোর চেষ্টা করেছিল চিন। সীমান্তে যাতায়াতের সুবিধার জন্যই তৈরি করা হয়েছিল জোশীমঠ-মালারি বর্ডার রোড। এই রাস্তা কোনওভাবে ক্ষতিগ্রস্ত হলে ভারতীয় সেনারা চূড়ান্ত সমস্যায় পড়বেন। তাদের কাছে অস্ত্রশস্ত্র, রসদ সরবরাহ বন্ধ হয়ে যাবে। তেমনই বিপর্যয়ের সুযোগ নিয়ে চিন যে অনুপ্রবেশের চেষ্টা করবে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শনিবারই জোশীমঠ পরিদর্শনে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। তিনি এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গেও দেখা করেন এবং যাবতীয় সাহায্যের আশ্বাস দেন। অন্যদিকে, শনিবারই চামোলি জেলা প্রশাসনের তরফেও জোশীমঠের পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে সমস্ত বিল্ডিংয়ের নির্মাণকাজের উপরে স্থগিতাদেশ ঘোষণা করেছে।

Next Article