নয়াদিল্লি: জুলাই মাসেই ফ্রান্স সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাস্তিল দিবসের অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। মোদীর সফরের আগেই ফ্রান্স সরকারের তরফে বড় অফার এল ভারতের কাছে। কমব্যাট এয়ারক্রাফ্টের ইঞ্জিন যৌথ ভাবে তৈরি করার প্রস্তাব দিল ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর সরকার অ্যাডভান্সড মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফ্টের ইঞ্জিন ডিজাইন, উৎপাদন, পরীক্ষা, রক্ষণাবেক্ষণের কাজ যৌথ ভাবে করার প্রস্তাব দিয়েছে। ভারতের এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের যমজ ইঞ্জিনের বিষয়েও এই প্রস্তাব দেওয়া হয়েছে।
যদিও এই প্রস্তাবের বিষয়ে ভারতের তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে ফরাসি সংস্থা সাফরান ১০০ শতাংশ প্রযুক্তি আদান প্রদান করতে চায় কমব্যাট এয়ারক্রাফ্টের এই ইঞ্জিনের বিষয়ে। এই বিষয়টি ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড ইন আর্মস রেগুলেশন (আইটিএআর)-এর অধীনে পড়ে না। এবং প্রস্তাবিত ১১০ কিলো নিউটনের ইঞ্জিন সম্পূর্ণ ভাবে তৈরি করা হবে ভারতে।
ডিআরডিও প্রধান সমীর ভি কামাত ইতিমধ্যেই প্যারিসের সাফরান ইঞ্জিন ফ্যাক্টরিতে গিয়েছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া প্যারিস এয়ার শো-তেও হাজির ছিলেন তিনি। তবে এই ইঞ্জিন তৈরির বিষয়টি এখনও প্রতিরক্ষা মন্ত্রকের আলোচনার অধীনে রয়েছে। এটা নিয়ে কৌশলগত আলোচনাও ফ্রান্সের সঙ্গে চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
১৩ জুলাই প্যারিসে পৌঁছেবেন প্রধানমন্ত্রী মোদী। ১৪ জুলাই বাস্তিল দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। ১৩ জুলাই ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে মোদীর। সেই সঙ্গে যুদ্ধ সরঞ্জাম তৈরিতে সহায়তা এবং প্রযুক্তি আদানপ্রদানের বিষয়েও কথা হতে পারে। ফরাসি সংস্থা সাফরান ভারতে গ্যাস টারবাইন তৈরির সেন্টারও খুলতে পারে বলে জানা যাচ্ছে।