Ajit Pawar: এনসিপি-তে ভাঙন, শিন্ডে-ফড়ণবীস সরকারে যোগ দিচ্ছেন অজিত পওয়ার

Jul 02, 2023 | 6:21 PM

Ajit Pawar to join Shinde-Fadnavis government: রবিবার (২ জুলাই), ২৯ জন এনসিপি বিধায়ককে সঙ্গে নিয়ে রাজ্যপাল রমেশ বাইসের সঙ্গে সাক্ষাত করতে গিয়েছেন তিনি। সম্ভবত উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে অজিত পওয়ার যোগ দেবেন শিন্ডে-ফড়ণবীস সরকারে।

Ajit Pawar: এনসিপি-তে ভাঙন, শিন্ডে-ফড়ণবীস সরকারে যোগ দিচ্ছেন অজিত পওয়ার
অজিত পওয়ার (ফাইল ছবি)
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। গত মাসে, এনসিপি দলের কার্যকরী সভাপতি হিসেবে সুপ্রিয়া সুলে এবং প্রফুল্ল প্যাটেলকে বেছে নেন শরদ পওয়ার। সেই সময় থেকে গুঞ্জনটা আরও বেড়েছিল। শেষ পর্যন্ত ভাঙছে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি। সূত্রের খবর, মহারাষ্ট্র বিধানসভায় বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অজিত পওয়ার। রবিবার (২ জুলাই), ২৯ জন এনসিপি বিধায়ককে সঙ্গে নিয়ে রাজ্যপাল রমেশ বাইসের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন তিনি। সম্ভবত উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে অজিত পওয়ার যোগ দেবেন শিন্ডে-ফড়ণবীস সরকারে। অজিত পওয়ারের এক ঘনিষ্ঠ সূত্রে এই খবর জানা গিয়েছে। প্রফুল্ল প্যাটেল এবং সুপ্রিয়া সুলের হাতে দলের লাগাম তুলে দেওয়ার পরই বিরোধী দলনেতার পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এর মধ্যে বেশ কয়েকবার নয়া দিল্লিতে যাতয়াতও করেন শরদ পওয়ারের ভাইপো।

রবিবার সকালে এনসিপি বিধায়কদের এক জরুরি বৈঠক ডেকেছিলেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা অজিত পওয়ার। দিন কয়েক আগেই দলের কার্যকরী সভাপতি হিসেবে কন্যা সুপ্রিয়া সুলে এবং প্রফুল্ল প্যাটেলকে বেছে নিয়েছিলেন শরদ পওয়ার। দলের রাজ্য শাখার প্রধানের পদেও ভাইপো অজিতকে উপেক্ষা করে বসিয়েছিলেন জয়ন্ত পাটিলকে। এই নিয়ে অজিত পওয়ার অত্যন্ত অসন্তুষ্ট বলে শোনা যাচ্ছিল। তার মধ্যেই এদিনের বৈঠক ডাকেন অজিত। সভাটি প্রাথমিকভাবে এনসিপি প্রধান শরদ পাওয়ারের উপস্থিতিতে ৬ জুলাই হওয়ার কথা ছিল। শরদ পওয়ার এখন পুনেতে। এই অবস্থায় এদিনই বৈঠক ডাকেন অজিত। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন শরদ-কন্যা সুপ্রিয়া সুলে এবং প্রফুল্ল প্যাটেলও। এই সভার পরই, ছগন ভুজবল, প্রফুল্ল প্যাটেলের মতো নেতাদের সঙ্গে নিয়ে রাজভবনে আসেন অজিত পওয়ার।

রাজভবনে আসেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও। তাঁদের উপস্থিতিতে দ্বিতীয় উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন অজিত পওয়ার। সেই সময় রাজ ভবনে তাঁর নামে জয়ধ্বনি ওঠে। অন্তত ৪০ জন এনসিপি বিধায়ক, শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। তাঁদের মধ্যে ৯ জন মন্ত্রী হিসেবে শপথ নেন। পরে অজিত পওয়ার জানান, এনসিপি ভাঙেনি। তাঁরা এনসিপি দল হিসেবেই এনডিএ-কে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। দলের প্রায় সব বিধায়কই তাঁদের সঙ্গে রয়েছেন। কয়েকজন দেশের বাইরে থাকায়, তাঁদের সঙ্গে কথা বলা যায়নি।

Next Article