Ajit Pawar Live: এনসিপি দল হিসেবেই মহারাষ্ট্র সরকারে যোগ অজিত-প্রফুল্লদের, হতাশ শরদ

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 02, 2023 | 11:35 PM

Maharashtra Live: মহারাষ্ট্র রাজনীতিতে ফের নাটক। রবিবার (২ জুলাই), দ্বিতীয়বারের জন্য উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন অজিত পওয়ার।

Ajit Pawar Live: এনসিপি দল হিসেবেই মহারাষ্ট্র সরকারে যোগ অজিত-প্রফুল্লদের, হতাশ শরদ
শপথ গ্রহণের পর অজিত পওয়ার
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: মহারাষ্ট্র রাজনীতিতে ফের নাটক। রবিবার (২ জুলাই), দ্বিতীয়বারের জন্য উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন অজিত পওয়ার। এদিন সকালে তিনি এনসিপি বিধায়কদের এক জরুরী বৈঠক ডাকেন। তারপরই অন্তত ২৯ জন এনসিপি বিধায়ককে সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দেন। তারপর, রাজ ভবনে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। মহারাষ্ট্রের রাজনৈতিক নাটকের এই পর্বের সর্বশেষ খবরের আপডেট পেতে চোখ রাখুন এখানে –

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 02 Jul 2023 09:19 PM (IST)

    অজিত-প্রফুল্লদের মুখে কালি

    অজিত পওয়ার এবং এনসিপির অন্যান্য যে নেতারা এদিন একনাথ শিন্ডে সরকারে যোগ দিলেন, পোস্টার-ব্যানারে তাঁদের ছবিতে কালি ছিটিয়ে প্রতিবাদ জানালেন এনসিপি সমর্থকরা

  • 02 Jul 2023 09:00 PM (IST)

    আশা করি এই জোট ভাল সরকার চালাবে

    প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, “অজিত পওয়ার আজ একনাথ শিন্ডের দলে যোগ দিয়েছেন। আশা করি এই জোট ভবিষ্যতে আগামী দিনে ভালোভাবে মহারাষ্ট্র সরকার চালাবে।”


  • 02 Jul 2023 06:49 PM (IST)

    নয়া বিরোধী দলনেতা জীতেন্দ্র অওহাদ

    এনসিপি বিধায়ক জিতেন্দ্র অওহাদকে মহারাষ্ট্র বিধানসভার নতুন বিরোধী দলনেতা বাছাই করা হল। জিতেন্দ্র জানিয়েছেন, দলের রাজ্য শাখার প্রধান জয়ন্ত পাতিল তাঁকে নতুন বিরোধী দলনেতা এবং দলের চিফ হুইপ হিসেবে নিয়োগ করেছেন।

  • 02 Jul 2023 06:10 PM (IST)

    এটা নতুন কিছু নয়: শরদ পওয়ার

    শরদ পওয়ারকে না জানিয়েই এনসিপি বিধায়কদের নিয়ে মহারাষ্ট্র সরকারে যোগ দিয়েছেন অজিকত পওয়ার। এই নিয়ে প্রথম প্রতিক্রিয়ায় শরদ পওয়ার বলেছেন, দলের মধ্যে বিদ্রোহ তাঁর কাছে নতুন নয়। তাঁর সতীর্থরা বিজেপির সঙ্গে হাত মেলানোয়, তাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী মোদী যে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, তা সব মুছে গেল বলে জানিয়েছেন তিনি।

    বিস্তারিত পড়ুন –  ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই’, ভাইপোর বিরুদ্ধে আদালতে যাবেন না ‘হতাশ’ পওয়ার

  • 02 Jul 2023 06:06 PM (IST)

    দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মোদী: অজিত

    কেন রাতারাতি বিরোধী দলনেতা থেকে উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার? এনসিপি নেতা জানালেন, ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে  প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব। তাই তাঁরা উন্নয়নকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, তাঁরা এনসিপি দল হিসেবেই এনডিএ সরকার-কে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী নির্বাচনগুলিতে এনসিপির প্রতীকেই লড়বেন।

    বিস্তারিত পড়ুন –  ‘আমরাই এনসিপি’, অজিতের রাতারাতি ভোল বদলের পিছনে প্রধানমন্ত্রী মোদী?

  • 02 Jul 2023 04:02 PM (IST)

    ‘প্রধানমন্ত্রী মোদী ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন…’

    কেন এনডিএ সরকারে যোগ দিলেন অজিত পওয়ার? রবিবার, মহারাষ্ট্রের নতুন উপ-মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, প্রধানমন্ত্রী মোদী ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা যদি শিবসেনার সঙ্গে জোট করতে পারি, তাহলে বিজেপির সঙ্গে জোটে অসুবিধা কোথায়? আমি এনডিএ-তে যোগ দিলাম রাজ্যের উন্নয়নের স্বার্থে। দীর্ঘদিন ধরেই ভিতরে ভিতরে বিজেপির সঙ্গে হাত মেলানোর কথা চলছিল বলে জানিয়েছেন তিনি।

  • 02 Jul 2023 03:55 PM (IST)

    এই গণতন্ত্রের কথা বলছিলেন প্রধানমন্ত্রী?

    মহারাষ্ট্রের রাজনৈতিক পালাবদলের বিষয়ে রাজ্যসভার সাংসদ কপিল সিবাল বলেছেন, “মনে হয় মার্কিন কংগ্রেসে এই গণতন্ত্রের জননীর কথাই বলেছেন মোদীজি।”

  • 02 Jul 2023 03:41 PM (IST)

    উদ্ধব ঠাকরেকে সামনে রেখে আমরা নতুন করে শুরু করব

    শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতা সঞ্জয় রাউত বলেছেন, দলে এই ভাঙনের কারণে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান শরদ পওয়ারের কিছু এসে যাবে না। তিনি নতুন করে তাঁর রাজনৈতিক ইনিংস শুরু করতে পারেন। মারাঠি ভাষায় টুইট করে রাউত বলেন, “আমি এইমাত্র এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, জনগণের সমর্থন আমাদের সঙ্গে রয়েছে। উদ্ধব ঠাকরেকে সামনে রেখে আমরা নতুন করে শুরু করব।”

  • 02 Jul 2023 03:36 PM (IST)

    মুম্বই আসছেন শরদ

    মুম্বইয়ে যখন এই নাটক চলছে, সেই সময় পুনের বাড়িতে ছিলেন শরদ পওয়ার। বেশ কয়েকজন বিধায়ককে নিয়ে অজিত পওয়ার এনডিএ জোটে যোগ দেওয়ার পর, তিনি তড়িঘড়ি পুনে থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন।

  • 02 Jul 2023 03:33 PM (IST)

    এনডিএ-তে গোটা এনসিপি?

    মহারাষ্ট্রের মন্ত্রী সুধীর মুনগান্তিওয়ার দাবি করেছেন, এনসিপির সমস্ত বিধায়কই এনডিএ সরকারকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর এনসিপির ৪০ জন বিধায়ক এবং ৬ জন বিধান পরিষদ সদস্য অজিত পওয়ারকে সমর্থন করছেন।

  • 02 Jul 2023 03:31 PM (IST)

    মহারাষ্ট্রের উন্নয়নের জন্য একজোট

    এদিন এনসিপির ৯ জন বিধায়ক ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন। তাই কে কোন দফতরের দায়িত্ব পাবেন, সেই প্রশ্নও উঠছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, “মন্ত্রিসভায় আসন ভাগাভাগি নিয়ে আলোচনার জন্য যথেষ্ট সময় রয়েছে। আমরা মহারাষ্ট্রের উন্নয়নের জন্য একজোট হয়েছি। বিরোধীরা গত লোকসভা নির্বাচনে ৪-৫টি আসন পেয়েছিল, এবার তারা সেই সংখ্যাও পাবে না।”

  • 02 Jul 2023 03:29 PM (IST)

    ডবল ইঞ্জিন সরকার এখন ট্রিপল ইঞ্জিন

    শপথ গ্রহণের পর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, মহারাষ্ট্রে এখন একজন মুখ্যমন্ত্রী এবং দুইজন উপ-মুখ্যমন্ত্রী হলেন। ফলে, ডবল ইঞ্জিন সরকার এখন ট্রিপল ইঞ্জিনে পরিণত হয়েছে। মহারাষ্ট্রের উন্নয়নের জন্যই অজিত পওয়ার এবং তাঁর দলের অন্য নেতারা এনডিএ সরকারকে সমর্থন করছেন বলে জানান শিন্ডে। অজিত পওয়ারের অভিজ্ঞতা মহারাষ্ট্রকে শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

  • 02 Jul 2023 03:24 PM (IST)

    জানতেন না শরদ

    বৈঠক সম্পর্কে এনসিপি প্রধান শরদ পওয়ার জানিয়েছিলেন, তিনি জানেন না কেন ওই বৈঠক ডাকা হয়েছে। বিরোধী দলনেতা হিসেবে অজিত পওয়ারের বিধায়কদের সভা ডাকার অধিকার রয়েছে বলেও জানিয়েছিলেন। নিয়মিত এই ধরণের বৈঠক হয়, তবে এদিনের বৈঠক সম্পর্কে তাঁর কাছে বিশদ তথ্য নেই বলেও জানিয়েছিলেন এনসিপি প্রধান।

  • 02 Jul 2023 03:13 PM (IST)

    বৈঠকে ছিলেন সুপ্রিয়া সুলেও

    রাজভবনে যাওয়ার আগে, এদিন নিজ বাসভবনে এনসিপি বিধায়কদের জরুরি বৈঠক ডেকেছিলেন অজিত পওয়ার। সেই বৈঠকে যোগ দেন দলের অন্তত ৪০ বিধায়ক। বৈঠকে উপস্থিত ছিলেন শরদ পওয়ারের মেয়ে তথা এনসিপির অন্যতম কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলেও।

  • 02 Jul 2023 03:11 PM (IST)

    উপস্থিত প্রফুল্ল প্যাটেলও

    অজিত পওয়ার ও অন্যান্য এনসিপি বিধায়কদের সঙ্গে রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেলও। গত মাসেই তাঁকে দলের অন্যতম কার্যকরী সভাপতি করেছিলেন শরদ পওয়ার। তবে তিনিও এনডিএ সরকারে যোগ দিলেন কিনা তা এখনও অস্পষ্ট।

  • 02 Jul 2023 03:08 PM (IST)

    মন্ত্রিসভায় আরও ৯ এনসিপি বিধায়ক

    মহারাষ্ট্রের এনডিএ সরকারের মন্ত্রিসভায় যোগ দিলেন আরও ৯ এনসিপি বিধায়ক। তাঁদের মধ্যে আছেন – ছগন ভুজবল, দিলীপ ওয়াসলে পাতিল, ধনঞ্জয় মুন্ডে, অদিতি ততকারে, অনিল পাতিল প্রমুখ।

  • 02 Jul 2023 03:04 PM (IST)

    শপথ নিলেন অজিত

    মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অজিত পওয়ার