AITC: ত্রিপুরার নির্বাচনে প্রথম দফায় ২২ প্রার্থীর নাম প্রকাশ তৃণমূলের, তালিকায় ২ মহিলা

নির্বাচনী ইস্তাহার প্রকাশিত হবে আগামী ২ ফেব্রুয়ারি। নির্বাচনী ইস্তাহার প্রকাশের দিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং আগরতলায় উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর।

AITC: ত্রিপুরার নির্বাচনে প্রথম দফায় ২২ প্রার্থীর নাম প্রকাশ তৃণমূলের, তালিকায় ২ মহিলা
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 29, 2023 | 9:09 PM

আগরতলা: বাম, কংগ্রেস ও বিজেপি পর এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। রবিবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। প্রথম দফায় ২২ জনেiর তালিকা প্রকাশ করা হয়েছে।

তৃণমূল সূত্রে খবর, একদিকে বাম-কংগ্রেস জোট, অপরদিকে বিজেপি- দুইয়ের বিরুদ্ধে একক ভাবেই লড়াইয়ে নামছে তৃণমূল কংগ্রেস। ৬০টি আসনের সবকটিতেই প্রার্থী দেবে বলে আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল নেতৃত্ব। আপাতত প্রথম দফায় ২২ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। শীঘ্রই দ্বিতীয় তালিকা প্রকাশিত হবে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে।

প্রথম দফার তালিকায় ২২ জন প্রার্থীর মধ্যে রয়েছেন ২ মহিলা। রয়েছেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নীল কমল সাহা, প্রাক্তন কংগ্রেস নেত্রী পূর্ণিতা চাকমা সহ ত্রিপুরা তৃণমূলের বিশিষ্ট নেতারা। যদিও আরও যাঁদের প্রার্থী হিসাবে আশা করা গিয়েছিল, প্রথম দফার তালিকায় তাঁদের নাম দেখা যায়নি। দ্বিতীয় দফার তালিকায় তাঁরা থাকেন কিনা সেটাই দেখার।

ত্রিপুরা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা।

এদিন প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হলেও নির্বাচনী ইস্তাহার প্রকাশিত হবে আগামী ২ ফেব্রুয়ারি। নির্বাচনী ইস্তাহার প্রকাশের দিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং আগরতলায় উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। হারানো জমি ফিরে পেতে মরিয়া বাম ইতিমধ্যে হাত ধরেছে। আবার বর্তমান জমি ধরে রাখতে বিজেপিও কসুর রাখতে চায় না। শীঘ্রই বিজেপির তারকা-প্রচারক দল ত্রিপুরায় যাবে। যার মধ্যে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বও রয়েছেন। ইতিমধ্যে বাম, কংগ্রেস ও বিজেপির তরফে প্রার্থী তালিকা ঘোষিতও হয়েছে। তবে ত্রিপুরা থেকেই ত্রিপুরাকে চালিত করতে এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ত্রিপুরাবাসীর কাছে ঘাস-ফুল প্রতীকে ভোট দিয়ে তৃণমূলকে ক্ষমতায় আনার আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবারও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফরে যাবেন বলেও দলীয় সূত্রে খবর। সবমিলিয়ে, হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে উত্তর-পূর্বের এই রাজ্যটিতে।