মুম্বই: ফের মুখোমুখি কাকা-ভাইপো। দল ভেঙে ইতিমধ্যে এনডিএ-তে যোগ দিয়েছেন অজিত পাওয়ার (Ajit Pawar)। আগামিকাল NDA-র বৈঠকেও তিনি এবং প্রফুল্ল প্যাটেল (Praful Patel) উপস্থিত থাকবেন বলে খবর। এর মধ্যে আজ, সোমবার এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করলেন অজিত পাওয়ার। শুধু সাক্ষাৎ করা নয়, তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠকও হয়। ২৪ ঘণ্টার মধ্যে ফের শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে সাক্ষাৎ করে অজিত পাওয়ার আদৌ কী অবস্থান নিতে চলেছেন, তাঁদের মধ্যে ঠিক কী আলোচনা হল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে মারাঠা রাজনীতিতে।
জানা গিয়েছে, এদিন বিধানসভার অধিবেশনের পর শরদ পাওয়ারের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন অজিত পাওয়ার। তাঁর সঙ্গে প্রফুল্ল প্যাটেল সহ বিক্ষুব্ধ কয়েকজন বিধায়কও শরদ পাওয়ারের বাসভবনে যান। অশীতিপর রাজনীতিকের সঙ্গে তাঁদের বেশ কিছুক্ষণ বৈঠক হয়। যদিও সেই বৈঠকে কী আলোচনা হয়েছে, সেটা কাকা-ভাইপোর মধ্যে কেউই স্পষ্ট করেননি। অজিত পাওয়ার শরদ পাওয়ারের বিপরীত পথ অনুসরণ করলেও তাঁকেই নেতা মেনেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের নেতা আমাদের কথা শুনেছেন। তবে কোনও প্রতিক্রিয়া দেননি।”
এর আগে গতকাল, ১৬ জুন দুপুরে সদলবলে শরদ পাওয়ারের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অজিত পাওয়ার। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রফুল্ল প্যাটেল বলেছিলেন, “আজ আমরা আমাদের ঈশ্বর ও আমাদের নেতা শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছি তাঁর আশীর্বাদ নিতে।” দল যাতে বিভক্ত না হয়, সে ব্যাপারে তাঁকে অনুরোধ করেছেন বলেও জানিয়েছিলেন প্রফুল্ল প্যাটেল।
যদিও ৮২ বছর বয়সি শরদ পাওয়ার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও অবস্থাতেই বিজেপির সঙ্গে হাত মেলাবেন না। বরং আগামী লোকসভা নির্বাচনের জন্য বিজেপি-বিরোধী জোট গড়তে তিনি উদ্যোগী হবেন।