Ajit Pawar: ‘একটি বিস্ফোরণ হবে দিল্লিতে, একটি মহারাষ্ট্রে’, কীসের ইঙ্গিত দিলেন পাওয়ার-কন্যা

Ajit Pawar on joining BJP speculation: বিজেপিতে যোগ দিচ্ছেন না বলে মঙ্গলবার (১৮ এপ্রিল) নিজের অবস্থান স্পষ্ট করলেন এনসিপি নেতা অজিত পওয়ার। যদিও তাঁর তুতো বোন সুপ্রিয়া সুলের দাবি আগামী ১৫ দিনে দুটি বিস্ফোরণ হবে।

Ajit Pawar: ‘একটি বিস্ফোরণ হবে দিল্লিতে, একটি মহারাষ্ট্রে’, কীসের ইঙ্গিত দিলেন পাওয়ার-কন্যা
জল্পনা ওড়ালেন অজিত, তবে সুপ্রিয়ার বিস্ফোরণ মন্তব্যে নতুিন ইঙ্গিত
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2023 | 5:48 PM

মুম্বই: সদলবলে বিজেপিতে যোগ দিচ্ছেন না। জোরালো গুঞ্জনের মধ্যে মঙ্গলবার (১৮ এপ্রিল), এই বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করলেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি বা এনসিপি নেতা অজিত পওয়ার। এই বিষয়ে যাবতীয় জল্পনার দায় তিনি চাপিয়েছেন সংবাদমাধ্যমের ঘাড়ে। তাঁর অভিযোগ, “কোনও কারণ ছাড়াই সংবাদমাধ্যম গুজব রটাচ্ছে। এই গুজবের কোনও সত্যতা নেই। আমি এনসিপির সঙ্গে আছি, এনসিপির সঙ্গেই থাকব। এনসিপি কর্মীরা এই গুজবের জন্য বিভ্রান্ত হয়ে পড়ছে। আমি তাদের বলছি, চিন্তার কোনও কারণ নেই। এনসিপি শরদ পওয়ারের নেতৃত্বে গঠিত হয়েছে। আমরা এর আগে ক্ষমতাতেও থেকেছি, বিরোধী আসনেও থেকেছি।”

গত কয়েকদিন ধরেই অজিত পওয়ার তাঁর সমর্থক এনসিপি বিধায়কদের নিয়ে বিজেপিতে যোগ দেবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। যা নিয়ে মহারাষ্ট্র-সহ গোটা দেশের রাজনীতিতে সাড়া পড়ে গিয়েছিল। এদিন সকালেই অজিত পওয়ারের তুতো বোন, শরদ পওয়ারের মেয়ে তথা এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে আগামী ১৫ দিনে দেশের রাজনীতিতে দুটি বিস্ফোরণ ঘটতে চলেছে বলে মন্তব্য করেন। যে মন্তব্যের পর এই জল্পনার পালে হাওয়া আরও জোরালো হয়েছিল। তিনি বলেন, “একটি বিস্ফোরণ ঘটবে দিল্লিতে, আরেকটি মহারাষ্ট্রে।” তবে কী বিস্ফোরণের কথা তিনি বলছেন, তা বিশদে জানাতে চাননি এনসিপি সংসদ। তিনি বলেন, “আপনারা জানেন কী বিস্ফোরণ ঘটবে। আমি বাস্তবে থাকি। যদি আপনি আমায় আজকের কথা জিজ্ঞেস করেন, আমি বলতে পারব। আমি জানি না ১৫ দিন পর কী ঘটবে।” অজিত পওয়ারের বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়েও কিছু বলতে চাননি সুপ্রিয়া সুলে। তিনি বলেন, “আরনারা অজিত দাদাকে কেন জিজ্ঞেস করছেন না? আমি এই বিষয়ে কিছুই জানি না। জলপ্রতিনিধি হিসেবে আনার অনেক কাজ আছে। গসিপ নিয়ে চর্চা করার সময় নেই।”

অজিত পওয়ারের কাকা তথা এনসিপি প্রধান শরদ পওয়ার অবশ্য প্রথম থেকেই দলের মধ্যে কোনও ফাটল নেই বলে দাবি করেছেন। শিন্ডে-বিজেপির ক্ষমতাসীন জোটে অজিত পওয়ারের যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন তিনি। বিজেপির সঙ্গে হাত মেলানোর জন্য, দলের মধ্যে তাঁর সমর্থক বিধায়কদের নিয়ে অজিত পওয়ার একটি বৈঠক করতে পারেন বলে শোনা যাচ্ছিল। পওয়ার বলেন, “এই রিপোর্টগুলির কোনও সত্যতা নেই। অজিত পওয়ার কোনও মিটিং ডাকেনি। ও দলের জন্য কাজ করছে। এইসব আপনাদের মস্তিষ্কপ্রসূত।”

অজিত পওয়ার এদিন যাবতীয় জল্পনায় জল ঢাললেও, এই রটনার পিছনে কিছু ঘটনা রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে সম্প্রতি একের পর এক এনসিপি বিধায়ক খোলাখুলি অজিত পওয়ারের প্রতি তাঁদের আনুগত্য প্রকাশ করেছেন। সোমবার বিকেলেই অজিত পওয়ারের বাসভবন থেকে বেরিয়ে এনসিপি বিধায়ক অনিল পাতিল বলেছিলেন, “আমি দাদার (অজিত পওয়ার) সঙ্গে আছি। বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে দাদা এখনও আমাদের কিছু বলেননি। তিন সেই রকম কিছু বললে, আমরা তা নিয়ে আলোচনা করব।” এর আগে, ২০১৯ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর, সরকার গঠন নিয়ে অচলবস্থার সময়ও একবার বিজেপির সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেছিলেন অজিত পওয়ার। দেবেন্দ্র ফড়ণবীসের নেতৃত্বে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথও নিয়ে নিয়েছিলেন। পরে অবশ্য ফের মহাবিকাশ আগাড়ি জোটে ফিরে আসেন।