Viral: জলের ট্যাঙ্কের ছাদে যুবক, মিনিটে মিনিটে দিলেন ‘থ্রেট’, ৫ ঘণ্টার টানটান নাটক শেষে কী হল?
Viral: জলের ট্যাঙ্কের ছাদে চড়ে বসল যুবক। আর নামতে চায় না সে। উল্টে দিতে থাকল আত্মহত্যার হুমকি। সরকারের বিরুদ্ধেই ক্ষোভ উগরে জলের ট্যাঙ্ক থেকে ঝাঁপ দেওয়ার হুমকি যুবকের। তাঁকে উদ্ধার করতে হিমশিম খেল পুলিশ।
জয়পুর: ক্ষেতে কাজ করছিলেন, হঠাৎ চোখে পড়ল জলের ট্যাঙ্কে তরতরিয়ে উঠছে এক যুবক। আটকাতে যাবেন, তার আগেই ট্যাঙ্কের ছাদে চড়ে বসল যুবক। আর নামতে চায় না সে। উল্টে দিতে থাকল আত্মহত্যার হুমকি। সরকারের বিরুদ্ধেই ক্ষোভ উগরে জলের ট্যাঙ্ক থেকে ঝাঁপ দেওয়ার হুমকি যুবকের। তাঁকে উদ্ধার করতে হিমশিম খেল পুলিশ।
রাজস্থানের আজমীরের বাসিন্দা বছর তিরিশের সুলেমান। শনিবার সে আজমীর ডেভেলপমেন্ট অথারিটির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে জলের ট্যাঙ্কে চড়ে বসে। জমি ফেরত না দিলে, আত্মহত্যা করার হুমকি দেয়। দীর্ঘ পাঁচ ঘণ্টা টানাপোড়েনের পর পুলিশ ও কর্তৃপক্ষের আশ্বাসে শেষ পর্যন্ত ট্যাঙ্ক থেকে নেমে আসেন ওই যুবক।
যুবকের অভিযোগ, পৃথ্বীরাজ নগরে তাঁর সাড়ে তিন বিঘা জমি রয়েছে। আজমীর ডেভেলপমেন্ট অথারিটি সেই জমি দখল করে নেয় ১০ বছর আগে। ওই জমির বদলে অন্য জায়গায় তিন বিঘা জমি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও, তা আর পূরণ করেনি প্রশাসন। বিভিন্ন দফতরে দৌড়াদৌড়ি করেও কোনও লাভ হয়নি। আদালতে মামলা লড়ার মতোও টাকা নেই তাঁর। নিরুপায় হয়েই আত্মহত্যা করতে জলের ট্যাঙ্কে চড়ে বসে ওই যুবক। খবর পেেই পুলিশ এসে দীর্ঘক্ষণ তাঁকে বোঝায়, নামিয়ে আনার চেষ্টা করে। শেষে আজমীর ডেভেলপমেন্ট অথারিটির তরফে এই বিষয়ে পদক্ষেপ করার প্রতিশ্রুতি দেওয়া হলে, যুবক নেমে আসে।