আলিগড়: আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে ISIS যোগের হদিশ! এবার আলিগড় বিশ্ববিদ্যালয়ের (Aligarh University) ৬ ছাত্রকে গ্রেফতার করল উত্তর প্রদেশের সন্ত্রাস-দমন শাখা (ATS)। আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশের অভিযোগেই তাদের গ্রেফতার করা হয়েছে।
উত্তর প্রদেশের ATS সূত্রে জানা গিয়েছে, আইএস সন্দেহভাজন হিসাবে ধৃত ৬ জনের মধ্যে ৪ জনকে শনাক্ত করা গিয়েছে। তারা হল, রাকিব খান, নাভেদ সিদ্দিকী, মহম্মদ নোমান এবং মহম্মদ নাজিম। বাকি ২ জনের নাম এখনও স্পষ্ট করেনি।
উত্তর প্রদেশের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এরা দেশে বড় কোনও জঙ্গি হামলার পরিকল্পনা করছিল বলে উত্তর প্রদেশের ATS সূত্রে খবর।
ATS সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত ৬ আইএস সন্দেহভাজন আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন SAMU-র সঙ্গে যুক্ত। SAMU-র মিটিংয়ের মাধ্যমেই এরা একে-অপরের সঙ্গে যোগাযোগ করে। SAMU মিটিং আইএস জঙ্গি নিয়োগের অন্যতম সেল হয়ে উঠেছে বলেও দাবি উত্তর প্রদেশ সন্ত্রাস-দমন শাখার।
প্রসঙ্গত, পুনে আইএস মডিউল মামলায় রিজওয়ান ও শেহনেওয়াজ নামে দুই যুবককে গ্রেফতার করেছে এনআইএ। তাদের জেরা করেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্রের নাম উঠে এসেছে বলে উত্তর প্রদেশ এটিএস সূত্রে খবর।