প্রতিটি রাজ্যেই করোনা ভ্যাকসিনের ড্রাই রান, শুরু ২ জানুয়ারি থেকে
ভ্যাকসিন নিয়ে রাজ্যগুলির কতটা প্রস্তুত, তা যাচাই করতে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ (Rajesh Bhushan) ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে একটি উচ্চস্তরীয় বৈঠক ডাকেন। বৈঠকে সকল রাজ্যকেই ভ্যাকসিন বন্টনের প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
নয়া দিল্লি: ভ্যাকসিন দোরগোড়ায়, তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে বছরের শুরুতেই দেশের সব রাজ্যেই হতে চলেছে ‘ড্রাই রান’ (Vaccine Dry Run), বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হল এই তথ্য। আজ সকালেই কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব সকল রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের স্বাস্থ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২ জানুয়ারি সব রাজ্যেই হতে চলেছে ভ্যাকসিনের ‘ড্রাই রান’।
এর আগে ২৮ ও ২৯ ডিসেম্বর দেশের চারটি রাজ্য- অসম, অন্ধ্র প্রদেশ, পঞ্জাব ও গুজরাটে করোনা ভ্যাকসিনের ড্রাই রান করা হয় এবং তা সফলও হয়। সূত্র অনুযায়ী, একই পদ্ধতিতে প্রতিটি রাজ্যে নির্দিষ্ট স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অংশগ্রহণকারীদের “ডামি করোনা ভ্যাকসিন” (Dummy COVID-19 Vaccine) দেওয়া হবে। এছাড়াও ভ্যাকসিন বন্টন, পরিবহণ, প্রশিক্ষণ সহ যাবতীয় বিষয়ই পরীক্ষা করে দেখা হবে, যাতে ভ্যাকসিনের অনুমোদন মিললেই দ্রুত বন্টন প্রক্রিয়া শুরু করা যায়।
ভ্যাকসিন নিয়ে রাজ্যগুলির কতটা প্রস্তুত, তা যাচাই করতে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ (Rajesh Bhushan) ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে একটি উচ্চস্তরীয় বৈঠক ডাকেন। বৈঠকে সকল রাজ্যকেই ভ্যাকসিন বন্টনের প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
Dry run will be conducted by all the State & UT governments on 2nd Jan 2021. The activity is proposed to be conducted in all State Capitals in at least 3 session sites; some States will also include districts that are situated in difficult terrain/have poor logistical support:GoI
— ANI (@ANI) December 31, 2020
আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই ভ্যাকসিন! ইঙ্গিত ড্রাগস কন্ট্রোলারের
এর আগে মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়,চার রাজ্যে দুদিনের ড্রাই রানে সাফল্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে দেশবাসীর টিকাকরণের প্রস্তুত রয়েছে রাজ্যগুলি, অপেক্ষা কেবল ভ্যাকসিনের ছাড়পত্রের।
অন্যদিকে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া ডঃ ভিজি সোমানি (VG somani)-ও আজ একটি ওয়েবিনারে জানান যে আগামী বছরেই দেশে করোনার প্রতিষেধক আসছে। আগামীকাল একটি গুরুত্বপূর্ণ বৈঠকে আপৎকালীন অনুমোদন নিয়ে আলোচনা করা হবে।
ভ্যাকসিনের অনুমোদন পাওয়ার দৌড়ে আপাতত এগিয়ে রয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ (Covishield)। এছাড়াও ভারত বায়োটেকের ‘কোভ্যাকসিন’ (Covaxin) ও ফাইজ়ার (Pfizer) ভ্যাকসিনও অনুমোদনের আবেদন জানিয়েছে নিয়ামক সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (Drug Controller General of India)-র কাছে।
আরও পড়ুন: মুখে কুলুপ বিজেপির, কেরল বিধানসভায় সর্বসম্মতিতে পাশ কৃষি আইন বিরোধী প্রস্তাবনা