নতুন বছরের শুরুতেই ভ্যাকসিন! ইঙ্গিত ড্রাগস কন্ট্রোলারের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজ জানিয়েছেন, শেষ পর্বের প্রস্তুতি চলছে। দেশবাসী ভারতে তৈরি করোনা প্রতিষেধক পাবেন।
নয়া দিল্লি: বিভিন্ন সংবাদ মাধ্যম ও সূত্র মারফত খবর জানা গিয়েছিল বুধবারই দেশে অনুমোদন পেতে চলেছে অক্সফোর্ডের করোনা প্রতিষেধক (COVID vaccine)। কিন্তু ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া ডঃ ভিজি সোমানি একটি ওয়েবিনারে ভ্যাকসিন সম্পর্কে ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, নতুন বছরেই হাতে আসতে চলেছে প্রতিষেধক। আগামিকাল বিশেষজ্ঞ দলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। সেখানেই প্রতিষেধকের আপদকালীন অনুমোদন নিয়ে আলোচনা হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজ জানিয়েছেন, শেষ পর্বের প্রস্তুতি চলছে। দেশবাসী ভারতে তৈরি করোনা প্রতিষেধক পাবেন। ফাইজ়ার, কোভিশিল্ড ও কোভ্যাকসিনের আপদকালীন আবেদন বিবেচনা করার জন্য এই সপ্তাহেই একটি বিশেষজ্ঞ দল নিয়োগ করেছে সরকার। ইতিমধ্যে সেই বিশেষজ্ঞ দলের সামনে প্রস্তাবনা দিয়েছে সেরাম ও ভারত বায়োটেক। ফাইজ়ার জানিয়েছে, তাদের তথ্যের প্রস্তাবনা দিতে আরও সময় লাগবে।
বিশেষজ্ঞ দল কোনও প্রতিষেধককে অনুমোদন দিলে তা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার বিবেচনাধীন হবে। আধিকারিকরা জানিয়েছেন, দেশে প্রথম অনুমোদন পেতে পারে অক্সফোর্ডের কোভিশিল্ড। বিশ্বের সবচেয়ে বড় প্রতিষেধক নির্মাতা সংস্থা সেরাম জানিয়েছে তারা কোভিশিল্ডের প্রথম ৫ কোটি ডোজ় দেবে ভারতকে। সেরাম কর্তা পুনাওয়ালা জানিয়েছেন, প্রথম মাসে ভারতকেই দেওয়া হবে সবচেয়ে বেসি ডোজ়।
আরও পড়ুন: মুখে কুলুপ বিজেপির, কেরল বিধানসভায় সর্বসম্মতিতে পাশ কৃষি আইন বিরোধী প্রস্তাবনা
ইতিমধ্যেই ৪ রাজ্যে করোনা প্রতিষেধক বিতরণের সফল ‘ড্রাই রান’ সম্পন্ন করেছে কেন্দ্র। প্রত্যেক রাজ্যকেও প্রতিষেধক বিতরণের জন্য তৈরি থাকতে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। টিকাকরণের ‘রোডম্যাপ’ও প্রকাশ্যে এনেছে কেন্দ্র। প্রথম পর্বে ২৯ কোটি ভারতীয়কে টিকা দেওয়া হবে। যার মধ্যে প্রথম ১ কোটি পাবেন স্বাস্থ্যকর্মীরা। ২ কোটি প্রথম সারির যোদ্ধাকে দেওয়া হবে করোনা প্রতিষেধক। বাকি ২৬ কোটি গুরুতর অসুস্থ বয়স্করা পাবেন টিকা।