VIDEO: গর্ভে সন্তান, অ্যাম্বুল্যান্স থেকে পা নামাতেই বিস্ফোরণ, আগুনের গোলা পাকিয়ে শূন্যে উড়ল গাড়ি

Ambulance Blast: জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল গর্ভবতী মহিলাকে। অ্যাম্বুল্যান্সে তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন। জাতীয় সড়কের উপর দিয়ে যখন ছুটছিল গাড়িটি, তখন হঠাৎ চালক লক্ষ্য করেন যে বনেট থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে।

VIDEO: গর্ভে সন্তান, অ্যাম্বুল্যান্স থেকে পা নামাতেই বিস্ফোরণ, আগুনের গোলা পাকিয়ে শূন্যে উড়ল গাড়ি
বিস্ফোরণে উড়ল অ্যাম্বুল্যান্স।Image Credit source: X
Follow Us:
| Updated on: Nov 14, 2024 | 10:20 AM

মুম্বই: হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সে আগুন। অল্পের জন্য প্রাণে বাঁচলেন গর্ভবতী মহিলা ও তার পরিবার। অ্যাম্বুল্যান্স থেকে নামতেই আগুন ধরে যায় গাড়িতে। সেই আগুনেই নিমেষের মধ্যে গাড়ির ভিতরে থাকা অক্সিজেন সিলিন্ডার ফেটে যায়। আগুনের গ্রাসে চলে যায় পুরো অ্যাম্বুল্যাসটি।

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁও জেলায়। অ্যাম্বুল্যান্সে করে এরান্দল সরকারি হাসপাতাল থেকে জলগাঁও জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল গর্ভবতী মহিলাকে। অ্যাম্বুল্যান্সে তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন। জাতীয় সড়কের উপর দিয়ে যখন ছুটছিল গাড়িটি, তখন হঠাৎ চালক লক্ষ্য করেন যে বনেট থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে।

বিপদ বুঝেই তিনি গাড়ি থামান এবং ইঞ্জিন পরীক্ষা করতে নামেন। অ্যাম্বুল্যান্স থেকে নেমে দাঁড়াতে বলেন গর্ভবতী মহিলা ও তাঁর পরিবারকেও। এরপরই হঠাৎ গাড়ির ইঞ্জিনে আগুন ধরে যায়। তড়িঘড়ি সকলে সরে দাঁড়ান। চালক জল আনতে যাবেন, এমন সময়ই ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। শূন্যে উড়ে যায় গাড়িটি। জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্সের ভিতরে রাখা অক্সিজেন সিলিন্ডার থেকেই বিস্ফোরণ হয়েছে।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, শূন্যে উড়ে গিয়েছে গাড়িটি। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে আশেপাশের বাড়ির কাচও ভেঙে যায়।

ভাগ্যক্রমে আগুন লাগার আগেই গাড়ি থেকে নেমে যাওয়ায় প্রাণে রক্ষা পান গর্ভবতী মহিলা।