PM Modi: ‘ডমিনিকা’-র সর্বোচ্চ জাতীয় সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

PM Modi: বিবৃতিতে বলা হয়েছে, ডমিনিকার স্বাস্থ্য, শিক্ষা, আইটি সহ সব ক্ষেত্রে ভারত যেভাবে ভরসা জোগাচ্ছে, তার স্বীকৃতি হিসেবে দেওয়া হবে এই সম্মান।

PM Modi: 'ডমিনিকা'-র সর্বোচ্চ জাতীয় সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Nov 14, 2024 | 1:52 PM

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ সম্মান প্রদান করার কথা ঘোষণা করল কমনওয়েলথ অব ডমিনিকা। করোনা পরিস্থিতিতে ডমিনিকার পার্বত্য অঞ্চলে সাহায্যের জন্য মোদীকে এই স্বীকৃতি দিতে চায় ডমিনিকা।

আগামী ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ইন্ডিয়া-CARICOM (Caribbean Community) সম্মেলন। গুয়ানার জর্জটাউনে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই মোদীর হাতে এই সম্মান তুলে দিতে চান ডমিনিকার প্রেসিডেন্ট সিলভানি বার্টন।

ডমিনিকার প্রধানমন্ত্রীর দফতরের তরফে একটি বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ডমিনিকাকে সাহায্য করেছেন, সেই সঙ্গে ভারতের সঙ্গে ডমিনিকার সম্পর্কও পোক্ত হয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে যে ২০২১-এর ফেব্রুয়ারি মাসে ডমিনিকাকে ৭০,০০০ ডোজ় অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেওয়া হয়েছিল ভারতের তরফে।

বিবৃতিতে বলা হয়েছে, ডমিনিকার স্বাস্থ্য, শিক্ষা, আইটি সহ সব ক্ষেত্রে ভারত যেভাবে ভরসা জোগাচ্ছে, তার স্বীকৃতি হিসেবে দেওয়া হবে এই সম্মান। শুধু তাই নয়, আন্তর্জাতিক স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে ডমিনিকার উন্নয়নের ক্ষেত্রেও ভারতের অবদান স্বীকার করেছে ডমিনিকা।