BJP Reshuffle: ভোটের আগে হতে পারে বড়সড় রদবদল, বিজেপির শীর্ষ নেতৃত্বের আতস কাচের তলায় বাংলার ৪ মন্ত্রী
Cabinet Reshuffle: আপাতভাবে বিজেপির নজর রয়েছে ভোটমুখী রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তীসগঢ় এবং তেলঙ্গানায়। যে রাজ্যগুলিতে এখন ভোট নেই, সেখানকার নেতা-মন্ত্রীদের ভোটমুখী রাজ্যে ব্যবহার করাই লক্ষ্য শীর্ষ নেতৃত্বের।
নয়া দিল্লি: বড় বদল আসতে চলেছে বিজেপির অন্দরে। চলতি বছরেই একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2023)। বছর পার করলেই আবার রয়েছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। এই প্রতিটি নির্বাচনেই জয় নিশ্চিত করতে মরিয়া বিজেপি (BJP)। সেই কারণেই সংগঠন মজবুত করতে কোমর বেঁধে নেমেছে শীর্ষ নেতৃত্ব। বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বিএল সন্তোষ সহ একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এই বৈঠকের পরই বিজেপির সংগঠন, এমনকী মন্ত্রিসভাতেও পরিবর্তন আনা হতে পারে। এবার প্রশ্নটা হল, সাংগঠনিক বা মন্ত্রিসভায় রদবদল হলে বাংলার উপর কোপ পড়ার সম্ভাবনা কতটা?
কোন অঙ্কে রদবদলের দিকে এগোচ্ছে বিজেপি:
সূত্রের খবর, গতকালের শীর্ষ নেতৃত্বের বৈঠকে অন্যান্য রাজ্যের মতো রাজ্যের চার কেন্দ্রীয় মন্ত্রী-জন বার্লা, নীশীথ প্রামাণিক, সুভাষ সরকার, শান্তনু ঠাকুরের কাজের পারফরম্যান্স নিয়েও আলোচনা হয়েছে। শুধুমাত্র মন্ত্রক সামলানোই নয়, কাজের থেকেও মন্ত্রীর ভাবমূর্তিও রাজ্য রাজনীতিতে এবং সংগঠনে কতটা উপযোগী ভূমিকা পালন করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বরা বাংলার নেতাদের এই মুহূর্তে দিল্লিতে কাজের তুলনায়, রাজ্যের সংগঠনে বেশি সময় দেওয়ারই নির্দেশ দিয়েছেন। রাজ্যে বিজেপি যেভাবে নিজের জায়গা গড়ে তুলতে চাইছে, তাতে বর্তমানে কেন্দ্রের তুলনায় রাজ্যেই নজর দেওয়া প্রয়োজন বলেই মত কেন্দ্রীয় নেতৃত্বের।
সূত্রের খবর, আপাতভাবে বিজেপির নজর রয়েছে ভোটমুখী রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তীসগঢ় এবং তেলঙ্গানায়। যে রাজ্যগুলিতে এখন ভোট নেই, সেখানকার নেতা-মন্ত্রীদের ভোটমুখী রাজ্যে ব্যবহার করাই লক্ষ্য শীর্ষ নেতৃত্বের। রাজস্থানে জাঠ ও গুজ্জর নেতাদের তুলনায় নতুন ব্রাহ্মণ মুখকেই দলের নেতৃত্বে এবং মন্ত্রিসভায় তুলে আনতে পারে বিজেপি। ছত্তীসগঢ়ের ক্ষেত্রে যেমন প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংয়ের কাজে খুশি নয় বিজেপি শীর্ষ নেতৃত্ব। নতুন মুখ হিসেবে তাই ওপি চৌধুরীকে তুলে আনার চেষ্টা করা হতে পারে। তবে এই প্রচেষ্টা কতটা আশাব্যঞ্জক হবে, তা নিয়ে নিশ্চিত নয় শীর্ষ নেতৃত্বও। এমনটাই দলীয় সূত্রে খবর।
যে রাজ্যগুলির সংগঠনে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে, তার মধ্যে কর্নাটক ও হিমাচল প্রদেশেই সবথেকে বেশি পরিবর্তন আনা হতে পারে। এরমধ্যে যে রাজ্যগুলিতে সাম্প্রতিক সময়ে নির্বাচনে বিজেপির ফলাফল আশাপ্রদ হয়নি, সেখানকার কেন্দ্রীয় মন্ত্রীদের রাজ্য় সংগঠনে নিয়ে আসা হতে পারে বলেও সূত্রের খবর। অন্যদিকে, মন্ত্রিসভায় রদবদল করা হলে, ভোটমুখী রাজ্যের নেতাদের ঠাঁই হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভায়।