Amit Shah in Uttarakhand: তিন দিনের বৃষ্টিতেই ৭০০০ কোটির ক্ষতি! উত্তরাখণ্ড পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 21, 2021 | 7:28 PM

Uttarakhand Rain Update: উত্তরাখণ্ডের বৃষ্টিতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪ জনের। ১১ জন নিখোঁজ।

Amit Shah in Uttarakhand: তিন দিনের বৃষ্টিতেই ৭০০০ কোটির ক্ষতি! উত্তরাখণ্ড পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
হেলিকপ্টারে এলাকা ঘুরে দেখলেন অমিত শাহ (ছবি- এএনআই)

Follow Us

দেরাদুন : গত কয়েকদিনের বৃষ্টিতে উত্তরাখণ্ডের (Uttarakhand) বিস্তীর্ণ অংশ কার্যত বিপর্যস্ত। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত সে রাজ্যে ৬৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। উদ্ধারকাজ চলছে জেলায় জেলায়। এখনও খোঁজ নেই বহু মানুষের। বৃহস্পতিবার সকালেই বন্যা বিপর্যস্ত সেই উত্তরাখণ্ড পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এ দিন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami), প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় ভাট (Ajay Bhatt) ও উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী ধাওয়ান সিং রাওয়াতের সঙ্গে হেলিকপ্টারে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন অমিত শাহ।

হেলিকপ্টার থেকে পরিদর্শনের পর জলিগ্রান্ট বিমানবন্দরে ফিরে একটি প্রশাসনিক বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মাত্র তিন দিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে সে রাজ্যে। সরকারি হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত ৭ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলের রাস্তাঘাট ব্যাপক ভাবে বিপর্যস্ত হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মোবাইল বা ইন্টারনেট পরিষেবা বন্ধ বহু জায়গায়। সেই পরিষেবা দ্রুত ফিরিয়ে আনার জন্য তৎপর হয়েছে কেন্দ্র।

একটানা প্রায় চারদিন ধরেই ভারী বৃষ্টিপাতের জেরে বিপর্যয় নেমে এসেছে দেবভূমিতে। একাধিক জায়গায় জলের স্রোতে ভেঙে গিয়েছে সেতু, ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও এখনও একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে।

সর্বাধিক মৃতের সংখ্যা নিয়ে এই বিপর্যয়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নৈনিতালই।  পর্যটকে ভরা নৈনিতালে প্রায় দুদিন বাদে বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে আজ। তবে একাধিক জায়গাতেই এখনও নেটওয়ার্কের সমস্যা রয়েছে। প্রত্যন্ত গ্রাম গুলিতেও এখনও বিদ্যুৎ পরিষেবা চালু করা সম্ভব হয়নি। নৈনি ঝিল উপচে পড়ায় পার্শ্ববর্তী রাস্তাগুলি এখনও জলমগ্ন। তবে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর, এনডিআরএফ, সেনাবাহিনীর মিলিত প্রচেষ্টায় রাস্তা অনেকটাই সাফ করা গিয়েছে। বৃষ্টি থামতেই পর্যটকদেরও বাড়ি ফেরার জন্য ট্যাক্সি স্ট্যান্ডে ভিড় জমাতে দেখা যায়।

কুমায়ুনে ভারী বৃষ্টির জেরে একটি ট্রেকিং দলের ১১ সদস্য সহ মোট ১৬ জন নিখোঁজ হয়ে গিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর তাদের খোঁজ মেলে, আজ আকাশপথে এসডিআরএফ বাহিনী তাদের উদ্ধার করে আনবে। অন্য একটি দুর্ঘটনায় ১৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল থেকেই ধীরে ধীরে আকাশ পরিস্কার হতে থাকায় চারধাম যাত্রাও আংশিকভাবে পুনরায় শুরু করা হয়েছে। কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনেত্রীতে যাওয়ার অনুমতি মিললেও বদ্রীনাথ যাওয়ার প্রধান সড়ক পথগুলিই ধসের জেরে এখনও বন্ধ থাকায় সেখানে যাওয়ার অনুমতি দেয়নি প্রশাসন।

আরও পড়ুন: Indian Air Force: মধ্যপ্রদেশে ভেঙে পড়ল বায়ু সেনার বিমান

Next Article