Uttar Pradesh: পেট্রোলের প্রয়োজন নেই ৯৫ শতাংশ মানুষের, দাবি মন্ত্রীমশাইয়ের

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 21, 2021 | 9:00 PM

Petrol Price, Diesel Price Hike, জ্যের মন্ত্রী উপেন্দ্র সিং (Upendra Singh) বলেন, দেশের ৯৫ শতাংশ মানুষের পেট্রোলের প্রয়োজন নেই। রোজ পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়ে মন্ত্রীর এই দাবি নিয়ে যোগী রাজ্যে নয়া বিতর্কের সৃষ্টি হয়েছে।

Uttar Pradesh: পেট্রোলের প্রয়োজন নেই ৯৫ শতাংশ মানুষের, দাবি মন্ত্রীমশাইয়ের
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

লখনউ: পেট্রোপণ্যের লাগমছাড়া মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারণ মধ্যবিত্ত। প্রতিনিয়ত পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল ডিজেলের (Petrol diesel price) দাম। এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে। মধ্যবিত্তের এই নাজেহাল অবস্থার মধ্যেই আজব দাবি করলেন উত্তর প্রদেশের (Uttar Pradesh) মন্ত্রী। বৃহস্পতিবার, বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রী উপেন্দ্র সিং (Upendra Singh) বলেন, দেশের ৯৫ শতাংশ মানুষের পেট্রোলের প্রয়োজন নেই। রোজ পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়ে মন্ত্রীর এই দাবি নিয়ে যোগী রাজ্যে নয়া বিতর্কের সৃষ্টি হয়েছে।

সংবাদ সংস্থা এএনআইকে (ANI) তিনি আরও বলেন দেশের নাগরিকদের মাথাপিছু আয়ের সঙ্গে তুলনা করলে পেট্রোলের দাম সেই অর্থে বাড়েইনি। বিতর্ক আরও বাড়িয়ে তাঁর মন্তব্য “হাতে গোনা কয়েকজন যারা চারচাকা গাড়িতে চড়েন তাদেরই একমাত্র পেট্রোলের প্রয়োজন। সেইরকম মানুষের সংখ্যা শতাংশের হারে মাত্র ৫। বাকি ৯৫ শতাংশ মানুষের পেট্রোলের প্রয়োজন নেই। দেশবাসীকে ১০০ কোটি করোনা ভ্যাক্সিন (Covid Vaccine) বিনামূল্যে দেওয়া হয়েছে। সেই আন্দাজে এই মূল্যবৃদ্ধি কিছুই নয়।”

বৃহস্পতিবার দেশে সর্বাধিক মাত্রা ছুঁয়েছে পেট্রোল ডিজেলের দাম। এই নিয়ে পরপর দুদিন দাম বাড়ল পেট্রো পণ্যের। দাম বাড়ার পর দেশের রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৩৫ পয়সা বেড়ে ১০৬.৫৪ টাকা হয়েছে। একদিন ডিজেলের দাম এযাবৎকালে সর্বাধিক বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে ৪৫ পয়সা বৃদ্ধি পেয়ে ডিজেলের দাম হয়েছে ৯৫.২৭ টাকা।

পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বারবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা। তাদের দাবি লাগামছাড়া মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের দুর্দশা প্রতিনিয়ত বেড়েই চলেছে। দেশের শাসক দলের পাল্টা যুক্তি এই কোভিড পরিস্থিতিতে (Covid 19) দেশ জুড়ে একাধিক জনকল্যাণ মূলক প্রকল্প চালাচ্ছে সরকার, তারমধ্যেই দেশে মানুষদের বিনামূল্যে করোনা টিকা দেওয়া হচ্ছে, এই বিপুল খরচের বোঝা সামাল দিতেই সাময়িকভাবে দাম বাড়ছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

আগামী বছরই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন (UP Assembly Election 2022)। এই পরিস্থিতিতে অনেকই মনে করছিলেন নির্বাচনের ঠিক আগে পেট্রোপণ্যের দাম কমিয়ে চমক দিতে পারে বিজেপি। কিন্তু তারমধ্যেই মন্ত্রীর এহেন মন্তব্যে নতুন করে অস্বস্তিতে পড়ল উত্তর প্রদেশ বিজেপি এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন UNI Pay 1/3rd Card: তিন কিস্তিতে বদলান যে কোনও লেনদেন, দিতে হবে না বাড়তি টাকা

আরও পড়ুন অবশেষে মন গলল তালিব সরকারের, জীবনদায়ী দু’ফোঁটা টিকা পাবে আফগানিস্তানের শিশুরা

Next Article