Afghanistan: অবশেষে মন গলল তালিব সরকারের, জীবনদায়ী দু’ফোঁটা টিকা পাবে আফগানিস্তানের শিশুরা

Polio Vaccination Drive in Afghanistan: বিগত তিন বছর ধরেই আফগানিস্তানের একাধিক জায়গায় ঘরে ঘরে গিয়ে পোলিও টিকাকরণ বন্ধ ছিল। মূলত যেই অংশগুলি তালিবানের দখলে ছিল, সেখানেই টিকাকরণে বাধা দেওয়া হয়েছে।

Afghanistan: অবশেষে মন গলল তালিব সরকারের, জীবনদায়ী দু'ফোঁটা টিকা পাবে আফগানিস্তানের শিশুরা
চরম খাদ্যসঙ্কটের মুখে আফগানবাসীরা। ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2021 | 9:46 AM

কাবুল: অবশেষে দেশবাসীদের দিকে মন দিল তালিবান সরকার। শিশুদের পোলিও টিকাকরণে রাজি হয়েছে আফগানিস্তানের নতুন সরকার, এমনটাই জানাল বিশ্ব স্বাস্থ্য় সংস্থা। ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের সহয়াক সংস্থাগুলি আফগানিস্তানে পাঁচ বছরের কম বয়সী শিশুদের টিকাকরণের জন্য় প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গিয়েছে।

বিগত তিন বছর ধরেই আফগানিস্তানের একাধিক জায়গায় ঘরে ঘরে গিয়ে পোলিও টিকাকরণ বন্ধ ছিল। মূলত যেই অংশগুলি তালিবানের দখলে ছিল, সেখানেই টিকাকরণে বাধা দেওয়া হয়েছে। সেই সময়ে তালিবানের যুক্তি ছিল, টিকাকর্মী সাজিয়ে সরকার বা মার্কিন সেনা তাদের গুপ্তচর পাঠাতে পারে এবং ভুল ওষুধ খাইয়ে মেরে ফেলার চক্রান্তও করতে পারে। তালিবানের সন্দেহ ও সরকারের সঙ্গে লড়াইয়ের মাঝেই যাঁতাকলে পিষেছে আফগানিস্তানের শিশুরা। বিগত তিন বছরে প্রায় ৩৩ লক্ষ শিশু পোলিও টিকা পায়নি বলেই জানা গিয়েছে।

তবে ক্ষমতায় আসার পরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রাষ্ট্রপুঞ্জের টিকাকরণের এই প্রস্তাবে রাজি হয়েছে তালিবান সরকার, এমনটাই দাবি। তালিবান সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সম্পর্কে কিছু ঘোষণা না করা হলেও, সূত্রের দাবি, দেশবাসীদের কাছে নিজেদর জনদরদী প্রমাণ করতেই এই প্রস্তাবে রাজি হয়েছে তালিব সরকার। আগামী কয়েক মাসের মধ্যেই আফগানিস্তানে বাড়ি বাড়ি গিয়ে পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হতে পারে।

কোনও তালিবান নেতা এই বিষয়ে সরাসরি কথা বলতে রাজি না হলেও সূত্রের খবর, দেশের অর্থনীতির যে হাল, তা একার পক্ষে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না নতুন সরকারের। আন্তর্জাতিক সাহায্যের অপেক্ষাতেই রয়েছে তালিবানরা। শোচনীয় অবস্থা স্বাস্থ্য পরিকাঠামোর, এ কথা আগেও জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বার সাহায্যের হাত বাড়িয়ে দিতেই তাই সেই সুযোগ লুফে নিয়েছে তালিবান সরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রাষ্ট্রপুঞ্জের শিশুদের সংস্থা ইউনিসেফের তরফে চলতি সপ্তাহের সোমবারই একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, তালিবান সরকার আফগানিস্তানে বাড়ি বাড়ি গিয়ে পোলিও টিকাকরণের প্রস্তাবে সম্মতি জানিয়েছে এবং এরজন্য দুই সংস্থার তরফেই ধন্যবাদ জানানো হচ্ছে।

আরও পড়ুন: Nepal Flood: বৃষ্টি থামার নাম নেই, হড়পা বানে ভেসে যাচ্ছে ঘরবাড়ি! নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৭-এ