Indian Air Force: মধ্যপ্রদেশে ভেঙে পড়ল বায়ু সেনার বিমান
Indian Air Force, দুর্ঘটনার নিয়ে প্রকাশিত একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ভিন্ডের মঙ্কাবাদ নামের একটি গ্রামে বিমানটি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। ভেঙে পড়া প্রশিক্ষক বিমানটির একটা অংশ মাটির নিচে বসে গিয়েছে
নয়া দিল্লি: বৃহস্পতিবার মধ্যপ্রদেশের (Madhyapradesh) ভিন্ড জেলায় (Bhind District) ভেঙে পড়ল বায়ু সেনার প্রশিক্ষক বিমান। সংবাদ সংস্থা এএনআইকে (ANI) ভিন্ডের পুলিশ সুপার মনোজ কুমার সিং জানিয়েছেন, আনুমাণিক সকাল ১০ টার সময়ে এই বিমান দুর্ঘটনা ঘটে। সেই সময় ভিন্ডের পুলিশে সদর দফতরে শহীদ পুলিশ কর্মীদের শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান চলছিল। দুর্ঘটনার সময়ে বিমানে আগুন ধরে গিয়েছিল। এই দুর্ঘটনায় বিমান চালক আহত হয়েছেন, কিন্তু তার আঘাত গুরুতর নয়।
সূত্র মারফত জানা গিয়েছে গোয়ালিয়রের (Gwalior) মহারাজপুরা বায়ু সেনা ঘাঁটি থেকে বিমানটি রওনা হয়েছিল। স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে ঘটনার ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে চলে আসে। আহত বিমান চালকের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বায়ু সেনার বিমান অ্যাম্বুলেন্স সেখানে আসে এবং আহত বিমান চালককে পরবর্তী চিকিৎসার জন্য গোয়ালিয়রে নিয়ে যাওয়া হয়।
ভারতীয় বায়ু সেনার তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, “বায়ু সেনার মিরাজ ২০০০ (Mirage 2000 aircraft) বিমানে প্রশিক্ষণের সময় প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়। বিমান চালক নিরাপদে বেড়িয়ে আসতে সক্ষম হয়েছেন। এই বিমান দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”
দুর্ঘটনার নিয়ে প্রকাশিত একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ভিন্ডের মঙ্কাবাদ নামের একটি গ্রামে বিমানটি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। ভেঙে পড়া প্রশিক্ষক বিমানটির একটা অংশ মাটির নিচে বসে গিয়েছে। আরও একটি ভিডিয়োতে দেখা গিয়েছে বিমানের চালক, অভিলাশ সিং প্যারশ্যুটের মাধ্যমে সফলভাবে মাটিতে অবতরণ করছেন। বিমানটি ভেঙে পড়ার সম্ভাবনা দেখা দেওয়াতেই তিনি বিমান থেকে বাইরে বেরিয়ে পড়েন।
এই বিমান দুর্ঘটনার বিস্ফোরণের শব্দ পাওয়ার পর স্থানীয়রা সেখানে জড় হন। ঘটনার খবর পাওয়া মাত্রই ভিন্ড থানার পুলিশ আধিকারিক ও বায়ু সেনার কর্তারা সেখানে উপস্থিত হন। তারপরেই সেখানে জমায়েত হওয়া মানুষদের সেখান থেকে সরিয় দেওয়া হয়েছে।
আরও পড়ুন Dengue: ঘরে ঘরে জ্বর, বেহালায় মৃত্যু মহিলার! করোনার মধ্যেই এবার শক্তি বাড়াচ্ছে ডেঙ্গু