চমকপ্রদ! ১৫০০ বছরের পুরানো মন্দির খুঁজে পাওয়া গেল উত্তর প্রদেশে

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Sep 11, 2021 | 4:44 PM

Indian history, uttar pradesh,, ১৯২৮ সাল থেকে বিলসর গ্রামকে সংরক্ষণ করে রেখেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। প্রত্যেক বছর বর্ষার সময় এই অঞ্চলে খনন কার্য চালায় ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ।

চমকপ্রদ! ১৫০০ বছরের পুরানো মন্দির খুঁজে পাওয়া গেল উত্তর প্রদেশে
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আবিষ্কৃত ঐতিহাসিক সিঁড়ি। ছবি ট্যুইটার

Follow Us

আগ্রা: হঠাৎ করেই শিরোনামে ইতিহাসের অজানা অধ্য়ায়। গুপ্ত যুগের (Gupta Era) ১৫০০ বছর আগের একটি মন্দির আবিষ্কার করল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের ( Archaeological Survey of India) একটি দল। ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar pradesh) ইটা জেলার বিলসর গ্রামের।

১৯২৮ সাল থেকে বিলসর গ্রামকে সংরক্ষণ করে রেখেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। প্রত্যেক বছর বর্ষার সময় এই অঞ্চলে খনন কার্য চালায় ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ। এই বছর অগাস্ট মাসেও একই রকমভাবে খনন চালানোর সময়, প্রাচীন স্থাপত্য বিশিষ্ট দুটি স্তম্ভের খোঁজ মেলে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আগ্রা (Agra) সার্কেলের সুপার তথা বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ বসন্ত স্বর্ণকারের তদারকিতে হওয়া খনন কার্যে প্রথমে শঙ্খলিপি শিলালিপিতে লিখিত প্রাচীন একটি সিঁড়ির ধাপ আবিষ্কৃত হয়।

শিলালিপির পাঠোদ্ধার করে জানা গিয়েছে যে আবিষ্কৃত সিঁড়িটিতে ‘শ্রী মহেন্দ্রদ্রতী’ (Sri Mahendradity) খোদাই করা রয়েছে। গুপ্ত শাসক কুমারগুপ্তকে (Kumargupta) ‘শ্রী মহেন্দ্রদ্রতী’ উপাধিতে ভূষিত করা হয়েছিল। বিলসর গ্রামে আবিষ্কৃত প্রাচীন সিঁড়িটির মাধ্য়মে গুপ্ত আমলের একটি মন্দির খুঁজে পাওয়া গিয়েছে। মূলত ব্রাক্ষ্মণ (Brahmin), জৈন (Jain) ও বৌদ্ধরা (Buddhist) মন্দিরটি সেই যুগে ব্যবহার করত। সাম্প্রতিক আবিষ্কারটি ভারতের ইতিহাসের ক্ষেত্রে ভীষণ তাৎপর্যপূর্ণ। কারণ, আজ পর্যন্ত গুপ্ত যুগের মাত্র দুটি কাঠামোগত মন্দির পাওয়া গিয়েছে।

সমগ্র বিলসর গ্রামটি ঐতিহাসিক দিক থেকে ভীষণ প্রাসঙ্গিক। যেখানে মন্দিরটি খুঁজে পাওয়া গিয়েছে সেখানে মন্দিরটির (Temple) চারটি স্তম্ভ রয়েছে। স্তম্ভগুলিতে কুমারগুপ্তের সময়ের ব্রাহ্মী লিপি লিখিত আছে। আরও দুটি স্তম্ভ আবিষ্কৃত হয়েছে, যে দু’টি অন্য একটি কোণে অর্ধ ভূমিষ্ঠ অবস্থায় রয়েছে। প্রত্নতত্ত্ববিদ বসন্ত স্বর্ণকার স্তম্ভ দুটিতে লিখিত শিলালিপি পাঠোদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছেন।

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে, ১৫০০ বছরের পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ তাঁরা সংরক্ষণ করবে এবং যাঁরা দর্শনীয় স্থান হিসেবে এই ঐতিহাসিক মন্দিরটি পরিদর্শন করতে আসবেন, সেই সব দর্শনার্থীদের জন্য একটি শেড, সাইনবোর্ডও স্থাপন করবে এএসআই। আগ্রা সার্কেলের সুপার, বসন্ত স্বর্ণকার নিজের বক্তব্যে উল্লেখ করেছেন যে গুপ্তযুগের সিঁড়ির শিলালিপি, লক্ষিমপুর খেরায় আবিষ্কৃত ঘোড়ার মূর্তির শিলালিপির অনুরূপ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে, প্রখ্যাত এপিগ্রাফিস্ট ড. দেবেন্দ্র হান্ডার কাছে আবিষ্কৃত মন্দিরটির ছবি পাঠানো হয়েছে। লক্ষিমপুর খেরায় আবিষ্কৃত ঘোড়ার মূর্তিটি লক্ষ্ণৌ স্টেট মিউজিয়ামে (Lucknow State Museum) রাখা হয়েছে। এএসআই সূত্রে খবর, প্রত্নতত্ত্ববিদরা নিশ্চিত যে ঘোড়ার মূর্তিটিও গুপ্ত সম্রাট কুমারগুপ্তের আমলের।

 

আরও পড়ুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের দিল্লিতে তলব ইডি-র

 

আরও পড়ুন Vaccine Case: ভুয়ো ভ্যাকসিন থেকে কি অবৈধ আয়? দেবাঞ্জনের বাড়িতে হানা আয়কর বিভাগের

Next Article