শিকাগোয় আধুনিক ভারতকে তুলে ধরেছিলেন স্বামীজি, বর্ষপূর্তিতে ঐতিহাসিক মুহূর্তের স্মৃতিচারণায় প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Sep 11, 2021 | 5:21 PM

Narendra Modi : যে আদর্শের কথা স্বামী বিবেকানন্দ বলেছেন, তা বিশ্বকে আরও ন্যায়-নীতিসঙ্গত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক করে তুলতে পারে। এমনটাই মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শিকাগোয় আধুনিক ভারতকে তুলে ধরেছিলেন স্বামীজি, বর্ষপূর্তিতে ঐতিহাসিক মুহূর্তের স্মৃতিচারণায় প্রধানমন্ত্রী
শিকাগোতে স্বামী বিবেকানন্দের হৃদয়স্পর্শী বক্তৃতার স্মৃতিচারণায় প্রধানমন্ত্রী

Follow Us

নয়াদিল্লি: ১৮৯৩ সালে আজকের দিনেই শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে উপস্থিত সকলের মন জয় করে নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আধুনিক ভারতের সঙ্গে পরিচয় করিয়েছিলেন গোটা বিশ্বের। আজ সেই ঐতিহাসিক দিনের বর্ষপূর্তিতে স্বামী বিবেকানন্দের বক্তৃতাকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ১৮৯৩ সালে শিকাগোতে স্বামী বিবেকানন্দের হৃদয়স্পর্শী বক্তৃতার কথা মনে পড়ছে। ভারতীয় সংস্কৃতির বৈচিত্রের কথা সুন্দরভাবে তুলে ধরেছিলেন তিনি। তাঁর বক্তৃতায়, যে আদর্শের কথা বলা হয়েছে, তা বিশ্বকে আরও ন্যায়-নীতিসঙ্গত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক করে তুলতে পারে।

বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের সেই বাণী, আজও যে কোনও ভারতীয়কে শিহরিত করে। সম্মেলন মঞ্চের সামনে বসে থাকা মানুষদের তিনি যেভাবে আমেরিকার ভাই ও বোনেরা বলে সম্বোধন করেছিলেন, তাতেই উপস্থিত প্রত্যেকের মন জিতে নিয়েছিলেন। আধুনিক ভারতের রূপরেখা তিনিই প্রথম তুলে ধরেছিলেন শিকাগো শহরে। জীবনে চলার পথে ন্যূনতম যে জিনিসগুলি মেন চলা অত্যন্ত জরুরি তা আমাদের শিখিয়েছেন স্বামীজি। এর মধ্যে রয়েছে দেশাত্মবোধ, সব ধর্ম এবং ধর্মাবলম্বী মানুষকে ভালবাসা, প্রতিটি ধর্মের একেবারে শিকড়ে গিয়ে বিশ্লেষণ করা, বিজ্ঞান চেতনা… প্রতিটি বিষয় শিখিয়েছেন স্বামীজি।

১৮৯৩ সালে আজকের দিনে শিকাগোয় দাঁড়িয়ে স্বামীজি বলেছিলেন, যে ধর্ম বিশ্বকে চিরকাল সহিষ্ণুতা ও সর্ব মত স্বীকার করার শিক্ষা দিয়ে আসছে, আমি সেই ধর্মের একজন বলে অভিভূত। আমরা শুধু সব ধর্মের প্রতি সহিষ্ণুই নই, সব ধর্মকে আমরা সত্য বলে বিশ্বাস করি। যে জাতি পৃথিবীর সকল ধর্মের ও সকল জাতির নিপীড়িত ও আশ্রয়প্রার্থী জনগণকে চিরকাল আশ্রয় দিয়ে আসছে, আমি সেই জাতির অর্ন্তভুক্ত বলে নিজেকে গর্বিত মনে করি।

এর আগে এ বছর স্বামীজির জন্মবার্ষিকীতে ন্যাশনাল ইউথ পার্লামেন্টেও বিবেকানন্দের জীবন আদর্শের কথা তুলে ধরেছিলেন মোদী। জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী জাতীয় শিক্ষানীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরতে গিয়ে স্বামীজির দেখানো পথে ব্যক্তি নির্মাণের কথা বলেছিলেন।

প্রধানমন্ত্রীর মতে, প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিটি মানুষকে প্রেরণা জুগিয়ে এসেছেন স্বামী বিবেকানন্দ। প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিটি ব্যক্তিকে গঠনে জোর দিয়েছিলেন তিনি। স্বামীজির জীবন দর্শনের উপর নরেন্দ্র মোদীর যে আস্থা, তা একাধিকবার উঠে এসেছে তাঁর বক্তব্যে। তাঁকে বলতে শোনা গিয়েছে, যিনি স্বামীজির উপর ভরসা রাখেন না, তিনি নিজের প্রতিই ভরসা রাখেন না।

উন্নত প্রতিষ্ঠানই পারে দেশের চিন্তাধারাকে উন্নত করতে। আর এই উন্নত চিন্তাধারার প্রেরণা প্রতি মুহূর্তে জুগিয়ে আসছে স্বামী বিবেকানন্দের জীবন দর্শন। আত্মনির্ভর ভারত গড়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রী নিয়েছেন, সেই নিয়ে কথা বলতে গিয়ে বার বার তাঁর গলায় স্বামীজির জীবন দর্শন উঠে এসেছে।

আরও পড়ুন :  PM Narendra Modi: তৃতীয় ঢেউ কি শিয়রেই? করোনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বড় পরামর্শ নমোর

Next Article