Orphan Abused: অনাথ নাবালিকাকে মাসের পর মাস ধর্ষণের অভিযোগ, গ্রেফতার আশ্রমের মালিক

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jun 21, 2023 | 7:00 AM

জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার বাবা-মা মারা গিয়েছেন বেশ কয়েক বছর আগে। তার পর কিছু দিন দিদার কাছে ছিল সে। ২ বছর আগে তার দিদা এই অনাথ আশ্রমে দিয়ে যায় তাকে। তার পর থেকেই আশ্রমে থাকছিল সে। কোনও অভিভাবক এবং পরিবারের লোক না থাকার সুযোগ নেয় ওই আশ্রমের মালিক।

Orphan Abused: অনাথ নাবালিকাকে মাসের পর মাস ধর্ষণের অভিযোগ, গ্রেফতার আশ্রমের মালিক
প্রতীকী ছবি।

Follow Us

বিশাখাপত্তনম: অনাথ আশ্রমের মালিক তিনি। অনেক নাবালিকা-নাবালক থাকে তাঁর আশ্রমে। আশ্রমের এক নাবালিকাকে মাসের পর মাস ধর্ষণের অভিযোগ উঠল আশ্রমের মালিকের বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে। সেখানকার আশ্রমেই ১৫ বছরের কিশোরীকে মাসের পর মাস ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগ ওই আশ্রম মালিককে সোমবার গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার বাবা-মা মারা গিয়েছেন বেশ কয়েক বছর আগে। তার পর কিছু দিন দিদার কাছে ছিল সে। ২ বছর আগে তার দিদা এই অনাথ আশ্রমে দিয়ে যায় তাকে। তার পর থেকেই আশ্রমে থাকছিল সে। কোনও অভিভাবক এবং পরিবারের লোক না থাকার সুযোগ নেয় ওই আশ্রমের মালিক। গত কয়েক মাস ধরে ধারাবাহিক ভাবে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। দীর্ঘ দিন অত্যাচারের পর আশ্রম থেকে পালিয়েছিল ওই নাবালিকা। ট্রেনে করে কোনও মতে বিজয়ওয়াড়া চলে যায় সে। সেখানেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।

ঘটনা নিয়ে এক পুলিশ অফিসার বলেছেন, “নাবালিকার অভিযোগের ভিত্তিতে আমরা অভিযুক্ত আশ্রম মালিককে গ্রেফতার করেছি। ওই কিশোরীকে মাসের পর মাস ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। তাঁর অভিভাবক না থাকার সুযোগ নিয়েছিল অভিযুক্ত। আমরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছি। ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।”

Next Article
Himalaya Glacier: দ্রুত গলছে হিমালয়ের বরফ, ‘বড় বিপদের মুখে’ ভারত সহ ৮টি দেশ!
PM Narendra Modi: ‘আন্তর্জাতিক কর্মযজ্ঞে পরিণত হয়েছে যোগাসন’, বিশ্ব যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রী মোদীর